Vivo এর লঞ্চ প্ল‍্যান কি, আনতে চলেছে Vivo S10, Vivo X70 আর iQOO 9 এর মতো বড়ো ডিভাইস, এখানে দেখুন ফুল ডিটেইলস

Vivo আজকে ভারতীয় বাজারে নিজের ‘ভি’ সিরিজের নতুন 5জি স্মার্টফোন Vivo V21e 5G লঞ্চ করবে যার দাম 24,990 টাকার কাছাকাছি। এই কোম্পানি Vivo V সিরিজের সাথে যেখানে মিডবাজেট সেগ্মেন্টে ছেয়ে আছে আবার Vivo Y সিরিজের সাথে লো বাজেটেও নিজের উপস্থিতি রেখেছে। ইন্ডিয়াতে ভিভো ফোনের মার্কেট‌ও বড়ো আর এর ইউজার্স আর ফোনের সংখ্যা‌ও দিন দিন বাড়ছে। Vivo এই বছরের দ্বিতীয় ছয়মাস অর্থাৎ 2021 H2 এর জন্য প্রস্তুত হয়ে গেছে আর এই সময় কোম্পানি Vivo S10 series, Vivo X70 series আর iQOO 9 এর মতো বড়ো ডিভাইস আনতে চলেছে। গিজমোচিনার একটি রিপোর্টে Vivo এর লঞ্চ প্ল‍্যান আর প্রোডাক্ট লাইন‌আপ সম্পর্কে বলা হয়েছে।

ভিভো মোবাইল ফোন 2021 এর শেষ ছয় মাসে কোন ধামাকা করতে চলেছে তার আন্দাজ Gizmochina এর এক ওয়েবসাইট রিপোর্টে বোঝা গিয়েছিল। এই রিপোর্টে আগামী ছয় মাসের জন্য ভিভোর প্রোডাক্ট লাইন‌আপ এর তথ্য দিয়েছে। 2021 এর সেকেন্ড হাফে কোম্পানি লো বাজেট সেগ্মেন্টে‌র সাথেই ফ্ল‍্যাগশিপ ডিভাইসেও জোর দেবে আর এই সময় Vivo ব্র‍্যান্ডের সাথে iQOO ব্র‍্যান্ডের‌ও পাওয়ারফুল ফোন লঞ্চ করা হবে।

Vivo S10 series লঞ্চ প্ল‍্যান

প্রাপ্ত তথ্য অনুযায়ী ভিভো কোম্পানি আগামী মাসেই টেক মঞ্চে নিজের ভিভো এস10 সিরিজ পেশ করবে। কোম্পানি বছরের দ্বিতীয় ছয়মাসের শুরু এই সিরিজের সাথে করবে। মার্চ মাসে আসা Vivo S9 series এরপরে কোম্পানি 4 মাস বাদেই এস10 সিরিজ পেশ করার প্রস্তুতি করেছে। বলা হয়েছে যে এই সিরিজের সাথেই কোম্পানি নতুন Camera layout নিয়ে আসবে। এই ফোনের ডিজাইন আগের সিরিজের থেকে আপগ্রেড করা হবে।

Vivo X70 series লঞ্চ প্ল‍্যান

ভিভো এক্স70 সিরিজ বছরের তৃতীয় তিন মাসে আনা হবে আর এই সিরিজ সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হবে। বলা হয়েছে যে এই সিরিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর সাথে পার্টনারশিপে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী ভিভো কোম্পানি ভারতীয় বাজারে নিজের সিরিজ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন চিপসেটে লঞ্চ করবে। আবার এই সিরিজে থাকা সব স্মার্টফোন 5G কানেক্টিভিটি সাপোর্টের সাথে লঞ্চ করা যেতে পারে। এই সিরিজে তিনটি স্মার্টফোন মডেল থাকবে। আবার সিরিজের স্পেসিফিকেশন্সের উপরেও এখনো কোনো আপডেট আসেনি।

iQOO 9 series লঞ্চ প্ল‍্যান

রিপোর্ট অনুযায়ী আইকিউ 9 সিরিজ‌ও 2021 এর তৃতীয় কোয়ার্টারে লঞ্চ করা হবে। অথচ এই স্মার্টফোন কোন মাসে মার্কেটে আসবে সেই ডিটেইলস এখনো পরিস্কার না। স্পেসিফিকেশন্সের নামে এখন শুধুমাত্র এটাই জানা গেছে যে iQOO 9 সিরিজে বড়ো ব‍্যাটারী দেওয়া হবে আর এই ব‍্যাটারী ক‍্যাপাসিটি আগের সিরিজের তুলনায় বেশি হবে। আপাতত স্পেসিফিকেশন্স এবং লঞ্চ সম্পর্কিত অন‍্যান‍্য তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here