দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো তাদের দুটি স্মার্টফোনের দাম কমালো। কোম্পানি Vivo Y91 এবং Vivo Y95 এর দাম 1,000 টাকা করে কমালো। এর আগেও ফোনদুটির দাম কমানো হয়েছে। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন তবে কম দামে এই ফোন নিতে পারেন।

Google Pixel 3a ও Google Pixel 3a XL লিস্টেড হল ফ্লিপকার্টে, 8 মে ভারতে হবে লঞ্চ

Vivo Y91 ও Vivo Y95 এর দাম কমার কথা 91মোবাইলস রিটেইল স্টোর থেকে জানতে পেরেছে। Vivo Y91 এর সঙ্গে সঙ্গে Vivo Y95 এর দাম‌ও 1,000 টাকা কমানো হয়েছে। Vivo Y91 এর দাম আগেও 1,000 টাকা কমানো হয়েছিল, যার পর এই ফোনটি 9,990 টাকা দামে সেল করা হচ্ছিল। এখন আরও একবার দাম কমার পর এই ফোনটির নতুন দাম হয়েছে 8,990 টাকা। তবে Vivo Y95 এর দাম এই প্রথম বার কমানো হল। ফোনদুটি নতুন দামে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

Vivo Y95 এর ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y95 এ 6.22 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটযুক্ত এবং এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে। এতে মেমরি কার্ড সাপোর্ট করে। এছাড়া এই ফোনে ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 কাজ করে।

Vivo Y95 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ক‍্যামেরার সঙ্গে প্রো মোড ও ফেস বিউটির মতো অপশন পাওয়া যাবে। Vivo Y95 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

শাওমি ফোন অর্ডার করেছেন? ডেলিভারি ধরে নিন ভগবানের কৃপা!

Vivo Y91 ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y91 এ 6.22 ইঞ্চির ফুল ভিউ এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটযুক্ত। এই ফোনে 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Samsung Galaxy A70 এর সেল শুরু, জেনে নিন কিভাবে কিনবেন

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y91 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথের মতো বেসিক কানেক্টিভিটি অপশন আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here