Dimensity 9400e চিপসেট সহ লঞ্চ হতে পারে Vivo S30 Pro Mini স্মার্টফোন, লিক হল ফিচার

Vivo চীনে তাদের Vivo S30 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Vivo S30 এবং Vivo S30 Pro Mini স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে। আগেই লিকের মাধ্যমে ফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার টিপস্টার Digital Chat Station এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Vivo S30 Pro Mini এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে এবং ব্যাটারি

সম্প্রতি Vivo এর এক কর্মচারী জানিয়েছিল Vivo S30 ফোনে 6.67 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে। তবে Vivo S30 Pro Mini ফোনটিতে একটি কম্প্যাক্ট 6.31 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে। ফোনদুটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত চার্জ না করেই ব্যাবহার করা যাবে।

Dimensity 9400e চিপসেট

Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Vivo S30 Pro Mini ফোনটিতে MediaTek এর আপকামিং Dimensity 9400e প্রসেসর দেওয়া হবে। এটি প্রসেসর Dimensity 9300+ চিপসেটের আপগ্রেড ভার্সন হবে এবং এটি 2024 সালের মে মাসে লঞ্চ করা হয়েছিল।

ক্যামেরা এবং অন্যান্য

ফোনটিতে মেটাল ফ্রেম x-আক্সিস লিনিয়র মোটোর দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য Sony IMX882 সেন্সর সহ 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। আগের লিক অনুযায়ী রেয়ার ক্যামেরা সেটআপে 50MP + 8MP + 50MP ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হতে পারে।

Vivo S30 এর স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Vivo S30 ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতেও মিডিল ফ্রেম থাকবে। এখনও পর্যন্ত এই প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের রিপোর্ট অনুযায়ী ফোনটিতে Snapdragon 7 Gen 4 (SM7550) চিপসেট দেওয়া হবে বলে জানা গিয়েছিল।

Vivo S30 সিরিজের কালার এবং ইন্ডিয়া লঞ্চ ডিটেইলস

লিকের মাধ্যমে Vivo S30 সিরিজের কালার অপশন সম্পর্কে জানা গেছে। এই ফোনটি চারটি অসাধারণ কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এতে ব্লু, গোল্ড, পিঙ্ক এবং ব্ল্যাক কালার অপশন রয়েছে। এছাড়া চীনের Vivo S30 Pro Mini নামে লঞ্চ হওয়া ফোনটি ভারতে Vivo X200 FE নামে রিব্র্যান্ড করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here