চাইনিজ স্মার্টফোন মেকার কোম্পানি Vivo এর মুশকিল অবস্থায় Hong Kong Airline (হংকং এয়ারলাইন) ব্যান করে দিল। এরকম অবস্থায় ভিভো এর মুশকিল আরও বেড়ে গেল। আগামী দিনে যদি কোম্পানিকে অন্য এয়ারলাইন্সও ব্যান করে দেয় তবে কোম্পানিকে বড়ো ক্ষতির সম্মুখীন হতে হবে। এখানে আমরা আপনাকে জানাবো যে হংকং এয়ারলাইন ভিভো এর স্মার্টফোনকে নিজের ফ্লাইটে কেন ব্যান করেছে? এর সাথেই আমরা আপনাকে এও বলব যে এই ঘোষণার ফলে ভারতে খেলা IPL প্রভাবিত হতে পারে কিনা তাও বলব। আবার এই ব্যান ঘোষণার ফলে ভিভো কতটা প্রভাবিত হবে সেই সম্পর্কেও জানাবো।
হংকং এয়ারলাইন ভিভোকে ব্যান কেন করল
হংকং এয়ারলাইন্স ভিভো মোবাইল ফোনের শিপমেন্টে ব্যান করেছে। আসলে এয়ারলাইন্সের মাধ্যমে ভিভোর Vivo Y20 স্মার্টফোনের কন্সাইনমেন্ট এ আগুন লেগে গিয়েছিল। এই ঘটনার পরে এয়ারলাইন ভিভোর সব স্মার্টফোনের শিপমেন্ট ব্যান করে দিয়েছিল। ইকোনমিক টাইম্সের রিপোর্ট অনুযায়ী, হংকং এয়ার এর কার্গো ক্যারিয়ার একটি বয়ান জারি করে এই তথ্য দিয়েছিল। হংকং এয়ার কার্গো ক্যারিয়ার নিজের বয়ানে বলেছিল যে আমার আপনাদের এই দুঃখের সাথে জানাচ্ছি যে ব্যান এর লেটেস্ট আপডেটে তৎকাল প্রভাবে Cargolink Logistics HK Co Ltd আর Sky Pacific Logistics HK Co Ltd আর RH/HX
এয়ারক্রাফটের কো-লোডার এর সব কার্গোতে ব্যান করা হয়েছে। এর সাথেই VIVO মোবাইল ফোনেও ব্যান লাগানো হয়েছে।
Git this on a chat. Anyone can verify? Don't know the date but it's from #HongKong #HKG airport.
A pallet catches fire. Luckily this was on ground. @jaylpod @Chyan pic.twitter.com/m07Zd5sgdn
— Andre Quiros (@flyingheavy747) April 11, 2021
ব্যানের ফলে বাড়বে ভিভো এর অসুবিধা?
আপাতত ভিভোকে শুধুমাত্র একটি এয়ারলাইনে ব্যান করা হয়েছে। হয়ত পরবর্তী সময়ে ভিভো এর কার্গোকে অন্য এয়ারলাইন্স কোম্পানিরাও ব্যান করতে পারে। এরকম অবস্থায় কোম্পানিকে বড়ো ক্ষতির সম্মুখীন হতে হবে। ভিভো চিনের বাইরে অন্যান্য দেশে নিজের ব্র্যান্ড প্রোমোট করার জন্য লক্ষাধিক ডলার খরচা করছে। গত কিছুদিনের মধ্যেই ভিভো ভারতে বিরাট কোহলি কে নিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে।
আইপিএল এর স্পন্সর ভিভো
ভারতে এখন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(IPL) এর টাইটেল স্পন্সর ভিভো। এই ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে বড়ো স্পোর্টস লিগের মধ্যে একটি। এই ব্যান চলায় ভারতে ভিভো এর অপারেশন প্রভাবিত হতে পারে। হয়তো ভিভো এর ভারতে এই ব্যান চলায় বেশি অসুবিধা হবে না কারন কোম্পানি ভারতে স্মার্টফোনের ম্যানুফ্যাকচারিং করে।
ভিভো ইউজার্সরা কি করতে পারবে হাওয়ায় ভ্রমণ?
হংকং এয়ারলাইন্স ভিভো কার্গোর শিপমেন্টে ব্যান লাগিয়েছে। এর সাথেই এরকম কোনো খবর আপাতত সামনে আসেনি যে এয়ারলাইন্স প্যাসেঞ্জার্সদের ভিভো স্মার্টফোন সাথে আনতে মানা করেছে। অর্থাৎ ভিভো ইউজার্সরা কোনো বাধা ছাড়াই হাওয়ায় ভ্রমণ করতে পারবে।
স্যামসাং এর হয়ে গেছে ক্ষতি
কয়েক বছর আগে 2017 তে Samsung কে এরকমই অসুবিধার সম্মুখীন করতে হয়েছিল। কোম্পানি নিজের ফ্ল্যাগশিপ Galaxy Note 7 স্মার্টফোন এর সব ইউনিট এর রিকল করেছিল। এরকম চলায় কোম্পানিকে কয়েক লক্ষ কোটি ডলারের ক্ষতি বহন করতে হয়েছিল। Galaxy Note 7 এর কিছু মডেলে টেকনিকি কমতি থাকায় ব্লাস্ট হওয়ার খবর সামনে এসেছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন