25 এমপি সেলফি, ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও হ‍্যালো নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল ভিভো ভি11 প্রো, জেনে নিন ফোনটি সম্পর্কে সব কিছু

কিছু সপ্তাহ আগে খবর পাওয়া গেছিল মোবাইল ফোন নির্মাতা কোম্পানি ভিভো 6ই সেপ্টেম্বর ভি11 প্রো করতে চলেছে। আজ কোম্পানি ফোনটির ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। ফোনটিকে অনেক বিশেষ ফিচারযুক্ত করা হয়েছে। কিছু দিন আগে থেকে ফোনটির বিজ্ঞাপন টিভিতে দেখানো শুরু হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। আজ কোম্পানি ফোনটির দামসহ সম্পূর্ণ স্পেসিফিকেশন সবিস্তারে জানিয়ে দিয়েছে। ভিভো ভি11 প্রো 25,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এটি আগামী 12ই সেপ্টেম্বর থেকে স্টোরে সেল শুরু হবে।

ভিভো ভি11 প্রোর স্পেসিফিকেশনের কথা বললে বলতে হয় ফোনটি অত্যন্ত বিশেষ বানানো হয়েছে। ফোনটির বডি পলিকার্বনেটের তৈরি হলেও এক্রেলিক ফিনিশ বডি এক অন‍্যরকম এফেক্ট দেয়। কোম্পানি ভি9 এ নচ ডিসপ্লের ব‍্যবহার শুরু করে তবে ভি11 প্রোতে আলাদা রকমের নচ দেখা যাবে। এই ফোনে 6.41 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল। কোম্পানি এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ভি শেপের নচ আছে এবং এর নাম হ‍্যালে ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের অন‍্যতম বিশেষত্ব এটি কর্নিঙ গোরিলা গ্লাস কোটেড যা একে মজবুত বানানোর সঙ্গে সঙ্গে ছোটোখাটো স্ক্র‍্যাচের হাত থেকে বাচায়।

অন‍্যান‍্য স্পেসিফিকেশন হল ফোনটিতে ভিভো ভি11 প্রোতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট ব‍্যবহার করা হয়েছে এবং এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে এবং এতে মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করা যাবে এবং 256 জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে। এতে হাইব্রিড নয়, ডেডিকেটেড সিম স্লট দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য ভিভো ভি11 প্রোর ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ ব্লার ব‍্যাকগ্ৰাউন্ডে ফোটো তুলতে সক্ষম। এর অন‍্যতম বিশেষত্ব হল এতে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যা কালার টোন ও আলো মেপে নিজে থেকে ফোটো ইনহান্স করে দেয়। সেলফির জন্য কোম্পানি এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দিয়েছে।

ভিভোর ফোনটি ফনটাচ ওএসের সঙ্গে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও যুক্ত। ডুয়েল সিম এই ফোনে 4জি ভোএলটিই সাপোর্ট করে এবং এতে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস পাওয়া যাবে।

সিকিউরিটির ব‍্যাপারে ফোনটি যথেষ্ট আপডেট। এই ফোনে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে যা এই মুহূর্তে ভিভো ছাড়া অন্য কোনো কোম্পানির কাছে নেই। এতে ইন্ফ্রারেড ফেস আনলক টেকনিক আছে যা অন্ধকারেও কাজ করে। ভিভো ভি11 প্রোতে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিংযুক্ত।

কোম্পানি ভিভো ভি11 প্রোর একটি অন্য মডেল ভি11 আনতে চলেছে যা আগামী 25শে সেপ্টেম্বর দেশে লঞ্চ করা হবে। এই ফোনটি ভি11 প্রোর ছোট ভার্সন তাই এর দাম ভিভো ভি11 প্রোর থেকে কম হবে। কোম্পানি আপাতত ফোনটির স্পেসিফিকেশন জানায়নি তবে মনে করা হচ্ছে এতে 4 জিবি র‍্যাম দেখা যাবে।

ভিভো ভি11 প্রো কেনার সময় এইচডিএফসি গ্ৰাহকদের 2,000 টাকা ছাড় দেওয়া হবে এবং জিও ইউজারদের 4,050 টাকা বেনিফিট দেওয়া হবে। ভি11 ফোনটি সম্পর্কে তথ্য খুব তাড়াতাড়ি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here