আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি

স‍্যামসাং গত মাসে ভারতে চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 এর দাম কমিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দুটি ভেরিয়েন্টের‌ই দাম 3,000 টাকা করে কমানো হয়েছিল। আবার এক মাস যেতে না যেতেই কোম্পানি এই অসাধারণ স্মার্টফোনের দাম আবার কমিয়েছে। স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি এ9 এর দাম সরাসরি 3,000 টাকা কমিয়ে দিয়েছে এবং আজ থেকেই ফোনটি নতুন দামে সেল করা শুরু হয়ে গেছে।

6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত হবে মোটো জেড4 প্লে, লিক হল স্পেসিফিকেশন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। কোম্পানি ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 36,999 টাকা ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 39,999 টাকা দামে লঞ্চ করেছিল। গত মাসের প্রাইস কাটের পর ফোনদুটির দাম যথাক্রমে 33,990 টাকা ও 36,990 টাকা হয়ে যায়। আজ আবার প্রাইস কাটের পর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 30,990 টাকা ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 33,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 তে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে স‍্যামসাঙের ইউজার ইন্টারফেস 8.5 এক্সপেরিয়েন্স ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য কোম্পানি এতে 14 এন‌এম অক্টাকোর প্রসেসর দিয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে।

এয়ারটেলের নতুন ধামাকা : 199 টাকায় 42 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ ফ্রি

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ব‍্যাক প‍্যানেলে 4 রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের আইওএস সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটিতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোন আনলকের জন্য এতে ফেস রিকগনিশন ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এ9 তে কুইক চার্জ 2.0 সাপোর্টেড 3,800 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here