এক্সক্লুসিভ : দাম কমলো পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo Y15 ও Y17 এর, জেনে নিন নতুন দাম

তাদের টেকনোলজি দিয়ে গ্ৰাহকদের মন জয় করা কোম্পানি Vivo দীর্ঘদিন ধরে তাদের ভারতে লঞ্চ করা স্মার্টফোনের দাম কমিয়ে আসছে। আর‌ও একবার কোম্পানি তাদের দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে। রিটেইল স্টোর থেকে আমরা জানতে পেরেছি কোম্পানি এবার Vivo Y15 ও Vivo Y17 এর দাম কমিয়েছে। যদিও কোম্পানি এর আগেও Vivo Y15 এর দাম কমিয়েছিল। তবে Vivo Y17 এর দাম প্রথমবার কমালো। সবচেয়ে বড়ো কথা Vivo Y17 ফোনটি কোম্পানি গত মাসে অর্থাৎ এপ্রিলের শেষের দিকে লঞ্চ করেছিল।

একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন

নতুন দাম
কোম্পানি দাম কমানোর আগে পর্যন্ত পপ আপ সেলফি ক‍্যামেরা ও তিনটি রেয়ার ক‍্যামেরাওয়ালা Vivo Y15 ফোনটি 21,990 টাকা দামে সেল করছিল। এখন ফোনটির দাম 2,000 টাকা কমানো হয়েছে। প্রাইস কাটের পর ফোনটির বর্তমান দাম 19,990 টাকা।

কোম্পানি গত মাসেই ভারতে Vivo Y17 ফোনটি 17,990 টাকা দামে লঞ্চ করেছিল। এখন মাত্র এক মাসের মধ্যে ফোনটির দাম 2,000 টাকা কম করে দেওয়া হয়েছে। প্রাইস কাটের পর এই ফোনটির দাম 17,990 টাকা হয়ে গেছে।

Jio আনতে চলেছে বিশেষ টেকনিক, কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও করা যাবে কল! শুরু হয়ে গেছে টেস্টিং

Vivo Y15 এর স্পেসিফিকেশন
Vivo Y15 এ 6.53 ইঞ্চির এলসিডি স্ক্রিন ও রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে মিডিয়াটেক হেলিও পি70 প্রসেসর এবং 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইসহ ফনটাচ ওএসে কাজ করে এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 24 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং লেন্স দেওয়া হয়েছে।

কোম্পানি Vivo Y15 Pro ফোনটি গ্লাস ফিনিশের সঙ্গে পেশ করেছে এবং ফ্রন্ট প‍্যানেলে ফোনটি সম্পূর্ণ বেজল লেস করেছে। কোম্পানি এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2316 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। সবচেয়ে বড়ো কথা এতে সুপার এমোলেড স্ক্রিন প‍্যানেলের ব‍্যবহার করা হয়েছে।

ভারতে আর লঞ্চ হবে না Sony স্মার্টফোন, জেনে নিন কারণ

এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেট ও অক্টাকোর প্রসেসর (2 × 2.0 গিগাহার্টস ক্রিও 460 গোল্ড ও 6 × 1.7 গিগাহার্টস ক্রিও 460 সিলভার) দেওয়া হয়েছে। কোয়ালকমের এই নতুন প্রসেসরটি সুন্দর প্রসেসিঙের জন্য বিখ্যাত। কোম্পানি এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ভিভোর ফনটাচ ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইতে কাজ করে।

Vivo Y17 এর স্পেসিফিকেশন
Vivo Y17 ফোনটিতে 6.35 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

8 জিবি র‍্যাম, পপ-আপ সেলফি ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো OPPO K3, জেনে নিন দাম

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের শুটার দেওয়া হয়েছে। Vivo Y17 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here