Vivo V25 সিরিজের দুটি স্মার্টফোন – Vivo V25 এবং Vivo V25 Pro ফোন গুলিকে খুব শীঘ্রই এই মাসে লঞ্চ করা যেতে পারে। রুমার্স অনুযায়ী ভিভোর এই আপকামিং স্মার্টফোন গুলিকে ভারতে 17 আগস্ট লঞ্চ করা যেতে পারে। এরসাথে এই দুটি স্মার্টফোনের বিক্রি ভারতে 25 আগস্ট থেকে শুরু হতে পারে। লঞ্চের ঠিক আগে Vivo India নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আপকামিং Vivo V25 Pro-এর একটি ভিডিও শেয়ার করে এই ফোনটিকে টিজ করেছে। এই শর্ট ভিডিও থেকে হিন্ট পাওয়া গেছে, যে এই ফোনে কালার চেঞ্জিং ফিচার দেওয়া যেতে পারে। এরসাথে অনলাইন শপিং ওয়েবসাইট flipkart-এ ভিভোর আপকামিং ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। অর্থাৎ ভিভোর এই ফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ উপলদ্ধ হতে চলেছে। চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভোর এই ফোনটি Vivo V23 এবং Vivo V23 Pro-এর আপগ্রেডেড ভার্সন হতে চলেছে।
Are you ready for the delight coming your way?
Stay tuned for vivo V25 Pro, the magical colour changing phone.Know More: https://t.co/MXzJtFOeLR#vivoV25Pro #MagicalPhone #V25Series #DelightEveryMoment pic.twitter.com/8TPXQvJu9F
— Vivo India (@Vivo_India) August 8, 2022
Vivo V25 Pro স্মার্টফোনটিকে কিছু দিন আগে Google Play Console এবং Geekbench প্ল্যাটফর্মে লিস্ট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ভিভোর এই আপকামিং স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। রিপোর্টস অনুযায়ী ভিভোর আপকামিং স্মার্টফোনটি MediaTek Dimensity 1300 প্রসেসর এবং Android 12 OS-এ রান করতে পারে।
Vivo V25 Pro-এর স্পেসিফিকেশন
Vivo V25 Pro-এর স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনটির সম্পর্কে বহু লিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আপকামিং Vivo V25 Pro স্মার্টফোনে FHD+ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনে হায়ার রিফ্রেশরেট এবং পাঞ্চহোল কাটআউট যুক্ত ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনে Vivo V23-এর মত কালার চেঞ্জিং AG গ্লাস ব্যাক প্যানেল দেওয়া যেতে পারে। এরসাথে ভিভোর এই ফোনটিকে মিডিয়াটেকের Dimensity 1300 প্রসেসর, 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে।
Vivo V25 Pro স্মার্টফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে আধারিত Funtouch OS-এ রান করতে পারে। এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP, এই ক্যামেরাটি OIS (অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন) এবং EIS (ইলেকট্রনিক ইমেজ ট্যাবলাইজেশন) সাপোর্ট করতে পারে। এই ফোনে 32MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে, এই ক্যামেরাটি সুপার নাইট মোড সাপোর্ট করতে পারে। Vivo V25 Pro স্মার্টফোনটি 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এরআগে Vivo V23 Pro স্মার্টফোনে 44W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন