লঞ্চের আগেই প্রকাশ্যে Vivo V27 Pro স্মার্টফোনের দাম, জেনে নিন ডিটেইলস

Highlights

  • 1লা মার্চ ভারতে লঞ্চ হবে Vivo V27 Pro স্মার্টফোন।
  • এই ফোনের দুটি মেমরি ভেরিয়েন্ট মার্কেটে সেল হবে।
  • Vivo V27 Pro স্মার্টফোনের প্রারম্ভিক দাম 41,999 টাকা।

1 মার্চ ভারতে Vivo V27 সিরিজ লঞ্চ হচ্ছে এবং এর অধীনে Vivo V27 এবং Vivo V27 Pro স্মার্টফোন লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। বেশ কিছু লিক রিপোর্টে এই দুটি মোবাইল ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। সম্প্রতি একটি লিক রিপোর্টে V27 Pro স্মার্টফোনের দাম প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: মোবাইল ইউজাররা নিজেরাই রিপেয়ার করতে পারবেন এই ফোন! লঞ্চ হল অভিনব স্মার্টফোন Nokia G22, দেখে নিন স্পেসিফিকেশন

Vivo V27 Pro স্মার্টফোনের দাম

লিক রিপোর্ট অনুযায়ী, Vivo V27 Pro স্মার্টফোনটি ভারতে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। এর বেস ভেরিয়েন্টে 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 41,999 টাকা বলা হয়েছে। লিক রিপোর্ট অনুসারে, বড় মডেলটি 12GB র‍্যামের সাথে 256GB স্টোরেজ সাপোর্ট করবে এবং এই ফোনটি 45,999 টাকা দামে লঞ্চ করা হবে। বলা হচ্ছে যে এই মোবাইল ফোনটি Magic Blue এবং Noble Black কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।

Vivo V27 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ AMOLED 120Hz ডিসপ্লে
  • MediaTek Dimensity 8200
  • 12GB RAM + 256GB স্টোরেজ
  • 50MP সেলফি ক্যামেরা
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 66W 4,600mAh ব্যাটারি

Vivo V27 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া Vivo S16 Pro স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জানা গেছে। তাই এই দুটি মোবাইল ফোনের স্পেসিফিকেশন অনেকটা একই রকম হবে। Vivo S16 Pro ফোনে একটি 6.78-ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Nord 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইল

Vivo V27 Pro স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8200 Octacore প্রসেসরও দেওয়া যেতে পারে, যা 3.2GHz ক্লক স্পিডে কাজ করবে। S16 Pro স্মার্টফোনটি মেমরি ফিউশন টেকনোলজি সাপোর্ট করে যা 8 GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। V27 Pro স্মার্টফোনে একটি 4,600mAh ব্যাটারি রয়েছে যা 66W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে৷

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে F/1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX766V প্রাইমারি সেন্সর রয়েছে,এছাড়াও F/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখা যাবে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.45 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে। আরও পড়ুন: এয়ারটেল ইউজারদের জন্য দুঃসংবাদ! এই 19টি সার্কেলে বন্ধ করে দেওয়া হল কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here