লিক হল Vivo V50 স্মার্টফোনের কালার, ব্যাটারি সাইজ এবং চার্জিং স্পীড, দেখে নিন ডিটেইলস

2024 সালের নভেম্বর থেকে Vivo V50 ফোনটি ক্রমাগত সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে, তাই শীঘ্রই এটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বর মাসে ভারতের BIS ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার আমারা NCC সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটি স্পট করেছি। এই নতুন লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo V50 এর NCC সার্টিফিকেশন

  • NCC সার্টিফিকেশন সাইটের লিস্টিঙের মাধ্যমে V2427 মডেল নাম্বার সহ আপকামিং Vivo V50 ফোনটির ডায়মেনশন, কালার, ব্যাটারি সাইজ এবং চার্জিং স্পীড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।
  • সম্প্রতি চীনে লঞ্চ হওয়া ভিভো এস20 ফোনের রিব্র্যান্ড হিসেবে আপকামিং Vivo V50 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • V50 ফোনটি প্রায় 160 মিমি দীর্ঘ এবং চৌড়া 75 মিমি হবে, এটি Vivo S20 ফোনের 160 x 74 x 7.9 মিমি মতো হতে পারে।
  • ফোনটি ডিপ ব্লু, গ্রে এবং শিমারি হোয়াইট মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
  • লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 5,870mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। তবে 6,000mAh ব্যাটারি এবং 90.2W চার্জিং স্পীড সহ লঞ্চ করা হতে পারে।
  • কানেক্টিভিটির জন্য Vivo V50 ফোনটিতে ওয়াইফাই 6, ব্লুটুথ, এনএফসি, এবং জিপিএস মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে।
  • BIS এবং EEC লিস্টিঙের পর NCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার জন্য ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগের Vivo V30 ফোনের লঞ্চ টাইমলাইন অনুযায়ী আপকামিং ফোনটি পেশ করা হতে পারে।

Vivo V50 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সাধারণত ভিভোর ভি-সিরিজ এবং এস-সিরিজের মধ্যে সামান্য পার্থক্য লক্ষ্য করা যায়। তাই নিচে Vivo V50 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আলোচনা করা হল।

  • সম্ভাব্য দাম: Vivo S20 ফোনটির দাম CNY 2,299 (অর্থাৎ প্রায় 26,790 টাকা) রাখা হয়েছে এবং V50 ফোনটির দাম Vivo V40 ফোনের মতো হবে বলে আশা করা হচ্ছে। ফোনের 8GB+128GB স্টোরেজ অপশনের দাম 34,999 টাকা ছিল।
  • ডিসপ্লে: আপকামিং ফোনটিতে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে এবং স্মুথ 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • চিপসেট এবং স্টোরেজ: ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট সহ 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা: V50 ফোনটিতে Vivo V40 ফোনের মতো ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ওএস: ফোনটি Android 15 এবং Funtouch OS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
  • ব্যাটারি এবং চার্জিং: লিস্টিঙে ফোনটি 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি সহ দেখা গেছে। এটি আগের মডেলের তুলনায় আপগ্রেডেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here