সম্প্রতি ভারতে Vivo V50 Elite Edition ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ তথ্য জানা গিয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট কনফার্ম জানিয়েছে। আপকামিং ফোনটি Vivo V50 সিরিজের তৃতীয় ফোন হতে চলেছে। আগেই এই সিরিজের অধীনে Vivo V50 এবং V50e স্মার্টফোনগুলি রয়েছে। এই প্রথম Vivo তাদের V-সিরিজের অধীনে Elite Edition নামে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
Vivo V50 Elite Edition এর ইন্ডিয়া লঞ্চ কনফার্ম
- ভারতে Vivo V50 Elite Edition ফোনের লঞ্চ কনফার্ম হয়ে গেছে। আগামী 15 মে দুপুর 12টা এই ফোনটি লঞ্চ করা হবে।
- কোম্পানির পক্ষ থেকে X এর মাধ্যমে শেয়ার করা টিজার অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে “Elite Edition” স্পষ্ট দেখা যাচ্ছে।
- তবে বাঁকি দুটি V50 সিরিজের ফোনে পিল-শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছিল, অন্যদিকে আপকামিং মডেলটিতে সার্কুলার ক্যামেরা আইল্যান্ড দেওয়া হবে।
Elite. Enigmatic. Arriving soon. With sound that surrounds and portraits that captivate — this is more than just a phone. #vivoV50EliteEdition #ZEISSPortraitSoPro pic.twitter.com/XvKWso54W1
— vivo India (@Vivo_India) May 12, 2025
- এছাড়া ফোনটিতে Zeiss এর ক্যামেরা দেওয়া হবে, এর ফলে প্রিমিয়াম ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
- পোস্টের মাধ্যমে জানানো হয়েছে V50 Elite Edition শুধুমাত্র একটি স্মার্টফোন নয়, বরং এটি এমন একটি অসাধারণ অডিও কোয়ালিটি সহ ফোন, এটি চারদিক থেকে দুর্দান্ত পোর্ট্রেট ক্যাপচার করতে সাহায্য করবে।
- বর্তমানে Vivo তাদের V50 Elite Edition ফোনের সম্পর্কে তথ্য শেয়ার করা হয়নি। তবে এখনও পর্যন্ত লঞ্চের সময় বাকি রয়েছে, এর মধ্যে এই ফোনের বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
Vivo V50 এবং V50e এর স্পেসিফিকেশন
V50 Elite Edition ফোনে V50 ফোনের মতো স্পেসিফিকেশন থাকবে বলে জানা গেছে।
- Vivo V50 ফোনটিতে 6.77 ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
- ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা, 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দেওয়া হবে।
- Vivo V50 ফোনটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকবে, তবে V50e ফোনটিতে Dimensity 7300 চিপসেট রয়েছে।
- V50 ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo V50 ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়, তবে Vivo V50e ফোনের দাম 28,999 টাকা রাখা হয়েছে।