গত ফেব্রুয়ারি মাসে vivo তাদের V50 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনটির নতুন ভেরিয়েন্ট হিসাবে ভারতে vivo V50 Elite Edition পেশ করা হয়েছে। এই স্পেশাল এডিশনে ক্রেতারা ফোনের বক্সেই vivo TWS 3e ইয়ারবাড পাবেন, Dark Indigo কালার অপশন সহ এই অডিও ডিভাইস 30dB ANC (Active Noise Cancellation) সাপোর্ট করে। আলাদাভাবে এই ইয়ারবাডের দাম 1,899 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo V50 Elite Edition ফোনের দাম এবং সেল
- ভারতে vivo V50 Elite Edition ফোনটি 12GB RAM ও 512GB স্টোরেজ সহ 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনটি Rose Red কালার অপশনে সেল করা হবে এবং এই ফোনের দাম স্ট্যান্ডার্ড V50 ফোনের চেয়ে মাত্র 1,000 টাকা বেশি।
- আজ থেকেই এই ফোনটি Flipkart, Amazon এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
- অনলাইন অফারে ক্রেতারা ফোনটি কেনার সময় HDFC, SBI এবং Axis Bank কার্ড ব্যাবহার করলে 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। এছাড়াও এই ফোনে 6 মাস পর্যন্ত নো কস্ট EMI অপশন রয়েছে।
- অফলাইন অফারে ক্রেতারা SBI, Kotak, Amex, HSBC, DBS, IDFC First, Yes Bank, Bobcard এবং Federal Bank এর কার্ডে 3000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়াও গ্রাহকদের 10 মাস পর্যন্ত জিরো ডাউন পেমেন্ট বা 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (vivo V-upgrade প্রোগ্রাম) পেতে পারেন।
- এছাড়াও মাত্র 499 টাকা অতিরিক্ত খরচ করে 70% অ্যাশিওর্ড বাইব্যাক এবং V-Shield ডিভাইস প্রোটেকশন পাওয়া যাবে।
Vivo V50 Elite Edition ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V50 Elite Edition ফোনে 6.77-ইঞ্চির FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 4500nits পীক ব্রাইটনেস, HDR10+ এবং Diamond Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে। স
্প্রসেস্র: vivo V50 Elite Edition ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 (4nm) প্রসেসরের পাশাপাশি গ্রাফিক্সের জন্য Adreno 720 GPU রয়েছে।
স্টোরেজ: Vivo V50 Elite Edition ফোনটিতে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS ও ZEISS অপটিক্স সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরা সেটআপ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP Samsung JN1 অটো ফোকাস সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরও 4K ভিডিও রেকর্ড করতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V50 Elite Edition ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ওএস: Vivo V50 Elite Edition ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 কাস্টম স্কিনে কাজ করে।
অন্যান্য ফিচার: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং USB Type-C অডিও সাপোর্ট দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 5G (SA/NSA), ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, GLONASS, Galileo, QZSS এবং USB Type-C 2.0 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় কানেক্টিভিটি অপশন রয়েছে।