Vivo তাদের Vivo V50 সিরিজের অধীনে Vivo V50 স্মার্টফোনটির লঞ্চ ডেট কনফার্ম করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং ফোনটি 6000mAh ব্যাটারি সহ ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি বিভিন্ন শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে আপকামিং ফোনের মাইক্রো সাইড লাইভ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লঞ্চ ডেট এবং লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo V50 এর ভারতীয় লঞ্চ ডেট
- ভিভোর পক্ষ থেকে অফিসিয়ালি আগামী 17 ফেব্রুয়ারি ভারতে ভিভো ভি50 ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
- আপকামিং ফোনটি ভারতে দুপুর 12 টা অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে।
- ভিভো ইন্ডিয়া ওয়েবসাইটে এবং ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ডিজাইন এবং ফিচার সম্পর্কে জানা গেছে।
Vivo V50 এর ডিজাইন
- মাইক্রোসাইট অনুযায়ী Vivo V50 ফোনটিতে আগের মডেলের মতো ডিজাইন দেখা যাবে। এই ফোনটিতে পিল শেপের উঁচু ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই মডিউলে উপরের দিকে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
- আপকামিং ফোনটি রোজ রেড, টাইটেনিয়াম গ্রে এবং স্টারি ব্লু মতো কালার অপশনে সেল করা হবে। ফোনের স্টারি ব্লু শ্যাডো কালার অপশনে 3D-স্টার ফিচার ব্যাবহার করা হবে এবং এর ব্যাক প্যানেল তারা ভরা রাতের আকাশের মতো দেখা যাবে।
- এই ফোনটিতে অত্যন্ত পাতলা 7.4 মিমি চেসিস থাকবে। ফোনটিতে IP68/69- রেটেড চেসিস এবং নতুন ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন দেওয়া হবে।
- ভিভো ভি50 ফোনের ফ্রন্ট প্যানেলে মাইক্রো কোয়াড কার্ভ ওএলইডি প্যানেল দেওয়া হবে। এই ফোনটিতে পাঞ্চ হোল ডিজাইন থাকবে।
Vivo V50 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo V50 ফোনটিতে 6.78 ইঞ্চির মাইক্রো কোয়াড কার্ভ OLED প্যানেল থাকবে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
- ব্যাটারি: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন ভিভো ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড বড় 6,000mAh ব্যাটারি দেওয়া হবে।
- ক্যামেরা: Vivo V50 ফোনটির ফ্রন্টে 50 মেগাপিক্সেল অটোফোকাস সাপোর্টড ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং Aura Light LED ফ্ল্যাশ থাকবে।
- ওএস: এই ফোনটি Android 15 ও Funtouch OS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে AI-ড্রিবন ইমেজ এডিটিং, অডিও ট্রান্সক্রিপশন এবং রিয়েল-টাইম কল ট্রান্সলেশন মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে।
- প্রসেসর: রিপোর্ট অনুযায়ী Vivo V50 ফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ভারতে ভিভো V50 এর সম্ভাব্য দাম
ভিভো V50 ফোনটি 37,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ভিভো ভি40 ফোনটি 34,999 টাকা দামে পেশ করা হয়েছিল।