সুন্দর ডিজাইন ও অসাধারণ ক্যামেরাযুক্ত অনেক স্মার্টফোন লঞ্চ করে বিখ্যাত হওয়া কোম্পানি ভিভো আজ ভারতে তাদের শক্তিশালী Vivo X60 সিরিজ পেশ করেছে। গত বছর চীনে লঞ্চ হওয়ার পর থেকেই ভারতে অধীর আগ্রহে এই সিরিজ আসার অপেক্ষা করা হচ্ছিল। কোম্পানির পক্ষ থেকে দেশের মার্কেটে এই সিরিজে Vivo X60, Vivo X60 Pro এবং হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত Vivo X60 Pro Plus লঞ্চ করা হয়েছে। 5G কানেক্টিভিটি ফিচারযুক্ত এই সিরিজের ফোনগুলি কয়েক দিন আগে লঞ্চ হওয়া ObePlus 9 সিরিজের ফোনগুলিকে টেক্কা দেবে। এই পোস্টে আমরা Vivo X60 এবং Vivo X60 Pro এর ডিটেইলস সম্পর্কে কথা বলব। প্রথমেই জানিয়ে রাখি এই ফোনদুটির ফিচার ও স্পেসিফিকেশন প্রায় একই রকম, পার্থক্য শুধুমাত্র ব্যাটারীর ক্ষেত্রে। Vivo X60 Pro Plus এর সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আকর্ষণীয় ডিজাইন
স্পেসিফিকেশন ছাড়া Vivo X60 এবং Vivo X60 Pro এর ডিজাইনও এক রকম। উভয় ফোনের ফ্রন্ট প্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। দুটি ফোনেই বেজল লেস ডিসপ্লে রয়েছে। ফোনের নিচের প্যানেলে স্পীকার গ্ৰিল ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ লাইটের সঙ্গে অপটিক্যাল লেন্স দেওয়া হয়েছে। ফোনদুটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন অবস্থিত। দুটি ফোনেরই ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলে গোরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।
ক্যামেরার কামাল
ভিভো ইন্ডিয়া তাদের ‘ভিভো এক্স60’ সিরিজের জন্য Zeiss এর সঙ্গে হাত মিলিয়েছে। উভয় স্মার্টফোনে ফোটোগ্রাফির জন্য four axis অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ফিচারযুক্ত এফ/1.79অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ট্রিপে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি ফোনেই এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
5G ক্ষমতাসম্পন্ন প্রসেসর
দুটি ফোনই অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। এই চিপসেটের বিশেষত্ব হল এতে 5th genaration AI Engine এর সঙ্গে Hexagon Tensor Accelerator আছে। এই চিপসেটের সাহায্যে গেম খেলা ও হাইপার রিয়ালিস্টিক গ্ৰাফিক্স উপভোগ করার পাশাপাশি ইউজাররা রিয়েল টাইম পারফরম্যান্স অপটিমাইজ করতে পারবেন। গ্ৰাফিক্সের জন্য এই প্রসেসরে Adreno 650 জিপিইউ যোগ করা হয়েছে।
সুন্দর ডিসপ্লে
Vivo X60 এবং Vivo X60 Pro তে 1080 × 2376 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.56 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 19.8:9, রিফ্রেশরেট 120 হার্টস এবং পি3 কালার গ্যামুট সাপোর্টেড। এই ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে।
শক্তিশালী ব্যাটারী এবং র্যাম ও স্টোরেজ
Vivo X60 Pro তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। অন্যদিকে Vivo X60 Pro তে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,300 এমএএইচের ব্যাটারী পাওয়া যাবে। উভয় স্মার্টফোনে 12 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম ও কানেক্টিভিটি ফিচার
উভয় স্মার্টফোনে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যায়। Vivo X60 এবং Vivo X60 Pro ফোনদুটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অরিজিন ওএস 1.0 তে কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসেবে দুটি ফোনেই 5জি, 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এছাড়াও ফোনগুলিতে এক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জায়রোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে।
দাম
কোম্পানির নতুন Vivo X60 ফোনটি দুটি র্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Vivo X60 Pro ফোনটি একটিমাত্র র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। Vivo X60 এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,990 টাকা এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 41,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Vivo X60 Pro এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 49,990 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












