টেক কোম্পানি কুলপ্যাড এপ্রিল মাসে ভারতে মেগা 4এ লঞ্চ করে। কোম্পানি এই ফোনটি শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে বিক্রি করে। এই সিরিজে কোম্পানি এবার নতুন ফোন মেগা 5এ লঞ্চ করেছে। মেগা 4এ যেখানে 5,999 টাকা দামে বিক্রি হয়েছিল সেখানে মেগা 5এ 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রথম ভার্সনের মত এই ফোনটিও শুধুমাত্র অফলাইন স্টোরেই বিক্রি হবে।
30শে আগস্ট হবে জিওফোন 2 এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল, প্রথম সেলে মিনিটের মধ্যে হয়ে গেল স্টক আউট
কুলপ্যাড 5এ ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল ডিজাইনে তৈরী। এতে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড বড় এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। মেগা 5এ তে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসর ও স্প্রীডটম এসসি9850কে চিপসেটে রান করে।
কোম্পানি এতে 2 জিবি র্যাম যোগ করেছে। মেগা 5এ তে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 64 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য কুলপ্যাড এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত 8 মেগাপিক্সেল ও 0.3 মেগাপিক্সেলের দুটি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
লঞ্চের আগেই লিক হল রিয়েলমি 2 এর ইমেজ, ডুয়েল ক্যামেরার সঙ্গে থাকছে নচ ডিসপ্লে
কুলপ্যাড মেগা 5এ একটি ডুয়েল সিম ফোন যা 4জি নেটওয়ার্কের সঙ্গে ইন্টারনেট অ্যাকসেস করতে সক্ষম। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য কুলপ্যাড এই ফোনে 2,500 এমএএইচ ব্যাটারী যোগ করেছে। আজ থেকেই সমগ্ৰ দেশের বিভিন্ন ফোনের দোকানে মাত্র 6,999 টাকার বিনিময়ে ফোনটি কেনা যাবে।