লিক হলো LG Stylo 5 এর নতুন প্রেস রেন্ডার, লঞ্চ করা হবে বাজেট ক‍্যাটাগরিতে

গত বছর LG তাদের স্টাইলো সিরিজে Stylo 4 লঞ্চ করেছিল। বর্তমানে সাউথ কোরিয়ার এই টেক কোম্পানি এই সিরিজের আগামী স্মার্টফোনে কাজ করছে, যা LG Stylo 5 নামে লঞ্চ করা হবে। লঞ্চের আগে এই ফোনটি গ্লোবাল সার্টিফিকেশন ফোরামে দেখা গেছে। তারপরে ফোনটির রেন্ডার দেখা গেছে ইন্টার‌ওয়েবসে। এবার ফোনটির হাই রেজলিউশন প্রেস রেন্ডার অনলাইনে পেশ করা হয়েছে।

Xiaomi আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 7A, আগামী মাসে ভারতে লঞ্চ হবে

লেটেস্ট লিক হ‌ওয়া ফোটোয় ফোনটি সিলভার কালারে দেখা গেছে। এই ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং এতে সাইডে সরু বেজলের সঙ্গে ওপরে ও নিচে চ‌ওড়া বেজল দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ও ফ্রন্ট প‍্যানেলে সিঙ্গেল ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। এই ফোনের পাওয়ার বাটন ডানদিকের ও ভলিউম রকার বাটন বাঁদিকের প‍্যানেলে থাকবে। ফোনটির অন‍্যান‍্য ফিচার সম্পর্কে জানা যায়নি।

গত বছর লঞ্চ করা LG Stylo 4 ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.8 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে।

একদম অন্য ধরনের ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ভারতে লঞ্চ হলো ASUS 6Z

কোম্পানি LG Stylo 4 এ 2 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

LG Stylo 4 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে কোম্পানি এই ফোনটি স্টাইলস পেনের সঙ্গে পেশ করেছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here