12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল Vivo Y16 স্মার্টফোন, সুন্দর স্টাইলের সঙ্গে আছে অসাধারণ স্পেসিফিকেশন

আমরা কয়েক দিন আগে আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম খুব তাড়াতাড়ি ভারতে চাইনিজ টেক ব্র্যান্ড ভিভোর নতুন স্মার্টফোন Vivo Y16 লঞ্চ করা হবে এবং এই ফোনটির দাম হবে 12,499 টাকা। আজ আমাদের দেওয়া খবরকে আবার সঠিক প্রমাণ করে কোম্পানির পক্ষ থেকে এই দামেই Vivo Y16 ফোনটি ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে।

ভারতে Vivo Y16 এর দাম

ভারতে Vivo Y16 ফোনটি 12,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। মার্কেটে ফোনটি Drizzling Gold এবং Stellar Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Vivo Y16 এর স্পেসিফিকেশন

লেটেস্ট Vivo Y16 ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিসপ্লে IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনটি মাত্র 8.19 এমএম চওড়া এবং এর ওজন 183 গ্রাম।

Vivo Y16 ফোনটি Android 12 এর সঙ্গে ফানটাচ ওএস 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। ভারতে এই ফোনটি 4GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y16 ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here