আরও সস্তা হল Vivo Y16 স্মার্টফোন, প্রাইস কাট করেছে কোম্পানি, জেনে নিন নতুন দাম

Highlights

  • Vivo Y16 এর দাম কমানো হয়েছে।
  • এতে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে।
  • এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

মোবাইল কোম্পানি ভিভো তাদের ফ্যানদের জন্য দারুণ উফার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Y16 ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছে, ফলে এই সস্তা ফোনের দাম আরও সস্তা হয়ে গেছে। এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: GB WhatsApp কি? ইউজারদের জন্য কতটা সুরক্ষিত এই অ্যাপ? জেনে নিন বিস্তারিত

Vivo Y16 এর প্রাইস কাট

Vivo Y16 ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আগে এই ফোনের দাম ছিল 12,499 টাকা। বর্তমানে দাম কমে এই ফোনের দাম হয়েছে 11,999 টাকা। আপাতত এই প্রাইস কাট রিটেইল স্টোরে জারি করা হয়েছে এবং অফলাইন স্টোর থেকে Vivo Y16 ফোনটি নতুন দামে কেনা যাবে।

Vivo Y16 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে- Vivo Y16 ফোনটিতে 6.51 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ওয়াটারড্রপ ঞ্চ যোগ করা হয়েছে।
  • প্রসেসর- এই ফোনে অক্টাকোর MediaTek Helio P35 চিপসেট রয়েছে।
  • স্টোরেজ- এই ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এতে 1GB extended RAM ফিচার যোগ করা হয়েছে।
  • ব্যাটারি- Vivo Y16 ফোনে 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • ক্যামেরা- ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে। একইভাবে এতে সেলফি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • OS- এই ফোনটি Android 12 এবং Funtouch OS 12 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here