Highlights
- দাম কমানো হয়েছে Vivo Y20T এবং Y16 স্মার্টফোনের।
- প্রাইস কাটের পর ফোনের প্রাথমিক দাম কমে হয়ে গেছে মাত্র 8,499 টাকা।
- Vivo এর এই উভয় ফোনেই 5000mAh ব্যাটারি রয়েছে।
আপনি যদি কোনো নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্যই। Vivo তাদের দুটি স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আমরা রিটেইল স্টোর থেকে খবর পেয়েছি কোম্পানি তাদের Vivo Y16 এবং Vivo Y20t ফোনের দাম কমিয়ে দিয়েছে। প্রাইস কাটের পর ফোনের প্রাথমিক দাম মাত্র 8,999 টাকা হয়ে গেছে। এই পোস্টে কোম্পানির এই প্রাইস কাট এবং অফার সম্পর্কে জানানো হল।
Vivo Y02t এর নতুন দাম
এই ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেল 9,499 টাকার বদলে এখন থেকে 8,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এর সঙ্গে কোনো ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে না। জানিয়ে রাখি এই মাসের শুরুতেও এই ফোনের দাম কমানো হয়েছিল।
Vivo Y16 এর নতুন দাম
এই ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ 10,999 টাকার বদলে 10,499 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 12,499 টাকা থেকে কমিয়ে 10,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটি কেনার সময়ও কোনো ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে না।
Vivo Y02t এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo Y02t ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ‘ইউ’ শেপের ওয়াটার ড্রপ নচ রয়েছে।
- প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি35 অক্টাকোর প্রসেসর রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে virtual RAM ব্যাবহার করে ফোনটির RAM আরও 4GB বাড়ানো যায়।
- ক্যামেরা: Vivo Y02T ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি চাএরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম েবন ফান টাচ ওএস 13 রয়েছে।
Vivo Y16 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo Y16 ফোনে 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।
- প্রসেসর: এতে অক্টাকোর MediaTek Helio P35 প্রসেসর রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 1GB extended RAM ফিচার যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Vivo Y16 ফোনে 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং ফিচার রয়েছে।
- ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- OS: এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 12 এ কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন