টেক ব্র্যান্ড ভিভো তাদের ফ্যানদের খুশি করে দুটি 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo Y200 এবং Vivo Y200e ফোনের দাম কমানো হয়েছে। আজ অর্থাৎ 15 নভেম্বর থেকে এই ফোনগুলি নতুন দামে সেল করা হবে। ফোনদুটির নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y200e ফোনের দাম
কোম্পানির পক্ষ থেকে Vivo Y200e ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। এই ফোনটির দাম 1 হাজার টাকা কমানো হয়েছে। আগে এই ফোনটি 20,999 টাকা দামে সেল করা হত। এখন দাম কমানোর ফলে ফোনটি মাত্র 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি Saffron Delight এবং Black Diamond কালার অপশনে সেল করা হয়।
Vivo Y200 ফোনের দাম
কোম্পানির Vivo Y200 ফোনের 8GB RAM + 256GB Storage মডেলের দামও 1 হাজার টাকা কমানো হয়েছে। 22,999 টাকা দামের এই ফোনটি এখন থেকে মাত্র 21,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Desert Gold এবং Jungle Green কালারে পেশ করা হয়েছে।
Vivo Y200 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
- প্রসেসর: Vivo Y200 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
- স্টোরেজ: এই ফোনে 8GB virtual RAM দেওয়া হয়েছে। ফলে ফোনের 8GB physical RAM র সঙ্গে এতে মোট 16GB RAM উপভোগ করা যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Smart Aura Light সহ ওআইএস সাপোর্টেড ও এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
- ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস রয়েছে।
Vivo Y200e 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo Y200e 5G ফোনে 6.67 ইঞ্চির স্যামসাঙ E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 394ppi পিক্সেল ডেনসিটি, 1200 নিটস পীক ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে।
- প্রসেসর: কোয়ালকম Snapdragon 4 Gen 2 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 6GB / 8GB LPDDR4x RAM, 8GB পর্যন্ত virtual RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল বোকে লেন্স, একটি ফ্লিকার সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সেলফির জন্য Vivo Y200e 5G ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 রয়েছে।