ভারতে লঞ্চ হতে চলেছে Vivo Y300, দেখে নিন কেমন হতে পারে এই স্টাইলিশ ফোনের স্পেসিফিকেশন

গত মাসে Vivo Y300 5G প্লাস স্মার্টফোন 32MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 23,999 টাকা দামে সেল করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজের অধীনে সস্তা Vivo Y300 ফোন লঞ্চ করা হবে। এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে 20 হাজার টাকা চেয়ে কম দামে নতুন Vivo Y300 স্মার্টফোন ভারতে পেশ করা হবে।

Vivo Y300 এর ভারতীয় লঞ্চ

ভিভো ইন্ডিয়া তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে Vivo Y300 ফোনটি ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, কিন্তু শীঘ্রই Vivo Y300 ফোন লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি #ItsMyStyle হ্যাসট্যাগ সহ প্রোমোট করা হচ্ছে। এতে ফোনটি স্টাইলিশ এবং আকর্ষণীয় লুক সহ দেখা যাচ্ছে।

Vivo Y300 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ⁠6.7″ 120হার্টস এমোলেড স্ক্রিন
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 80ওয়াট ফাস্ট চার্জিং
  • 5,000এমএএইচ ব্যাটারি

ডিসপ্লে: আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y300 5G ফোনটি 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। একইভাবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর 2.0গীগাহার্টস থেকে 2.2গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করবে।

স্টোরেজ: Vivo Y300 5G ফোন 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ ভারতে লঞ্চ করা হবে। এই ফোনে ভার্চুয়াল RAM ফিচার সাপোর্ট করবে। একইভাবে ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে 1টিবি মাইক্রোএসডি কার্ড থাকতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y300 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল IMX882 প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y300 5G ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here