টেক কোম্পানি ভিভো তাদের ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে 8GB RAM এবং MediaTek Dimensity 700 SoC সহ প্রায় 14,800 টাকা দামের Vivo Y52t 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি লঞ্চের পরই কোম্পানি তাদের ‘ওয়াই’ সিরিজে আরেকটি নতুন 4জি ফোন Vivo Y32t লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে 12,500 টাকা রেঞ্জে পেশ করা হয়েছে। কোম্পানি তাদের Vivo Y32t ফোনটির MediaTek Helio G70 এবং Qualcomm Snapdragon 680 চিপসেট সহ দুটি আলাদা মডেল লঞ্চ করেছে।
Vivo Y32t এর ফিচার ও স্পেসিফিকেশন
লেটেস্ট Vivo Y32t ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ওয়াটারড্রপ নচ রয়েছে এবং এতে আইপিএস এলসিডি প্যানেল ব্যাবহার করা হয়েছে। এছাড়া এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ।
এই ভিভো ফোনটি দুটি চিপসেট মডেলে পেশ করা হয়েছে। Vivo Y32t এর একটি মডেলে MediaTek Helio G70 চিপসেটের সঙ্গে 8GB LPDDR4x RAM ও 128GB UFS 2.1 storage রয়েছে। এবং অপর মডেলে 8GB LPDDR4x RAM ও 256GB UFS 2.2 storage সহ Qualcomm Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y32t ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের ক্যামেরা সেটআপ Vivo Y52t 5G ফোনটির মতোই। এই ফোনের ব্যাক প্যানেলেও 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এতেও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
Vivo Y32t ফোনটি 4G VoLTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo Y32t এর দাম
Vivo Y32t ফোনটির MediaTek Helio G70 মডেলের দাম 1099 ইউয়ান অর্থাৎ ভারতীয় দরে প্রায় 12,500 টাকার কাছাকাছি। একইভাবে ফোনটির Qualcomm Snapdragon 680 মডেলের দাম 1299 ইউয়ান অর্থাৎ 14,800 টাকা।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন