ভিভো আজ ভারতের তাদের Vivo Y72 5G ফোনটি লঞ্চের মাধ্যমে কোম্পানির 5জি স্মার্টফোনের পরিধি আরও কিছুটা বিস্তার করেছে। 12 জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন 480 চিপসেটযুক্ত এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে মাত্র 20,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির কেনাকাটায় আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে। এই ফোনটি কেনার সময় ব্যাঙ্ক ক্যাশব্যাক ও ডিসকাউন্টের সঙ্গে সঙ্গে 10,000 টাকার জিও বেনিফিটের ব্যবস্থা রয়েছে।
Vivo Y72 5G এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo Y72 5G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.58 ইঞ্চির ফুল এইচডি+ হলো ফুল ভিউ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। Vivo Y72 5G ফোনটির ডায়মেনশন 164.15 × 75.35 × 8.4 এমএম এবং ওজন 185 গ্ৰাম। এই ফোনটি প্রিজম ম্যাজিক এবং স্টেট গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Vivo Y72 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি + 4 জিবি র্যাম আছে যার মধ্যে 4 জিবি হল ভার্চুয়াল র্যাম। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y72 5G তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo Y72 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y72 5G এর দাম
কোম্পানি তাদের লেটেস্ট Vivo Y72 5G ফোনটি 8 জিবি র্যামসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 20,990 টাকা। কোম্পানি এই ফোনের কেনাকাটায় আকর্ষণীয় অফার পেশ করেছে। এই অফার অনুযায়ী HDFC Bank, ICICI Bank এবং Kotak Bank এর কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ফ্ল্যাট 1,500 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও Vivo Y72 5G ফোনটি কিনলে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং 10,000 টাকার জিও বেনিফিট পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন