দাম কমল Vivo Y91i এবং Y12 এর, কড়া প্রতিযোগিতায় Xiaomi ও Oppo 

এই উৎসবের মরশুমে ই-কমার্স ওয়েবসাইট আমাজন এবং ফ্লিপকার্ট তাদের সেল শুরু করে দিয়েছে। এবার Vivo তাদের একাধিক ফোনের ওপর ফেস্টিভ ডিসকাউন্টের ঘোষণা করেছে। কোম্পানি তাদের ওয়াই সিরিজের অন্তর্গত Vivo Y91i এবং Vivo Y12 ফোনদুটিতে ডিসকাউন্টসহ পেশ করেছে। 

Vodafone নিয়ে এলো 45 টাকা দামের অল রাউন্ডার প্রিপেইড প‍্যাক, 28 দিনের জন্য পাওয়া যাবে অনেক লাভ

কোম্পানির বাজেট সেন্ট্রিক Vivo Y91i ফোনটি ডিসকাউন্টের পর 7,490 টাকা দামে বেচা হচ্ছে। আগে এই ফোনটির দাম ছিল 7,999 টাকা। এছাড়া Vivo Y12 ফোনটি এখন 10,990 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটির আসল দাম 11,990 টাকা। এই অফার ভারতের সমস্ত অফলাইন স্টোরে কার্যকর করে দেওয়া হয়েছে। 

এই দুটি স্মার্টফোন‌ই কোম্পানির পক্ষ থেকে Halo নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এই দুটি ফোন নো কস্ট ইএম‌আইয়ের মাধ‍্যমেও পেশ করেছে। এই ফোনদুটি ছাড়া Vivo Y91 ফোনটি 8,990 টাকার বিনিময়ে কেনা যাবে। 

8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি এবং 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme X2

Vivo Y12 

কোম্পানির পক্ষ থেকে Vivo Y12 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছিল যা 6.35 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাফাইবার ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক এমটি6762 হেলিও পি22 চিপসেটে রান করে। 

Vivo Y12 এর রেয়ার ক‍্যামেরা সেটআপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও Vivo Y12 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 2 মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর আছে। এক‌‌‌ই ভাবে এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

তিনটি রেয়ার ক‍্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের সঙ্গে চলে এলো LG G8s ThinQ, সমস‍্যায় পড়তে পারে OnePlus 7T

Vivo Y91i 

কোম্পানির পক্ষ থেকে Vivo Y91i তে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 (এমটি6762আর) এস‌ওসিতে রান করে। কোম্পানি তাদের Vivo Y91i ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি এবং 32 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করেছে। 

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য Vivo Y91i তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এটি একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে Vivo Y91i তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here