4,030 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95

ভিভো সম্পর্কে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি তাদের ওয়াই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে এতে ওয়াই95 ফোনটি লঞ্চ করবে। বিভিন্ন লিকে ফোনটির স্পেসিফিকেশন, ডিজাইন ও ফিচার সম্পর্কে বলা হচ্ছে। গতকাল চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হতে দেখা যায় এবং আজ কোম্পানি অফিসিয়ালি ফোনটির ওপর থেকে পর্দা তুলে নেয়। ভিভোর পক্ষ থেকে ওয়াই95 টেক মঞ্চে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে।

শাওমির আগে কি ওয়ানপ্লাস পেশ করবে 5জি ফোন?

ভিভো ওয়াই95 “ভি” শেপের হ‍্যালো নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ভিভোর এই নতুন ফোন 1,520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। ওয়াই95 অ্যান্ড্রয়েড 8.1 অরিও ও ফনটাচ 4.5 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.9 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে ওয়াই95 ফোনটিতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ওয়াই95 ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

জিও টিভি ও জিও সিনেমা আর ফ্রি থাকবে না, করাতে হবে আলাদা রিচার্জ

ভিভো ওয়াই95 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওটিজি সাপোর্টের সঙ্গে 4,030 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভিভো ওয়াই95 আপাতত ফিলিপাইনসে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে অন‍্যান‍্য বাজারে লঞ্চ করা হবে। ফিলিপাইনসে ফোনটির দাম 13,999 পেসো রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 19,000 টাকার সমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here