4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo Z1x

Vivo গত সেপ্টেম্বর মাসে ভারতে তাদের “জেড” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Vivo Z1x স্মার্টফোন লঞ্চ করেছিল। এই সিরিজে লঞ্চ হ‌ওয়া এটি দ্বিতীয় স্মার্টফোন এবং এর আগে এই সিরিজে পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা Vivo Z1 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Vivo Z1x ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছিল যা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। কোম্পানি এই ফোনটিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে Vivo Z1x এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও মার্কেটে লঞ্চ করেছে। এবার ভারতে Vivo Z1x এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও ভারতে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন : চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন

কোম্পানি ভারতে Vivo Z1x ফোনটির নতুন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করে দিয়েছে। এই ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ভেরিয়েন্টটি 15,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Vivo Z1x এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট শপিং সাইট ফ্লিপকার্টে লিস্টেড করা হয়েছে যা 14 নভেম্বর থেকে ফ্লিপকার্টে শুরু হ‌ওয়া “মোবাইল বোনাঞ্জা সেল” এ প্রথম বারের জন্য সেল করা হবে। এই ফোন ভেরিয়েন্টটিতে ফ্লিপকার্ট 1,000 টাকা ছাড় দিচ্ছে।

Vivo Z1x এর নতুন ভেরিয়েন্ট অর্থাৎ 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট ছাড়া ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,990 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 18,990 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি কোম্পানির পক্ষ থেকে 21,990 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি ফিউশন ব্লু ও ফ‍্যান্টম পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : নভেম্বরে লঞ্চ হবে Samsung এর নতুন M সিরিজের ফোন, নাম দেওয়া হতে পারে Galaxy M50

Vivo Z1x এর শক্তিশালী ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Vivo Z1x এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX582 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের এআই সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Z1x এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Z1x স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo Z1x এ 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার‌ও যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 0.48 সেকেন্ডের মধ্যে ফোন আনলক করার ক্ষমতা রাখে। Vivo Z1x ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএসের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 10 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 616 জিপিইউ আছে। 

আরও পড়ুন : নতুন ঝটকা দিল Jio, প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমিয়ে করে দেওয়া হল 24 দিন

Vivo Z1x একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 22.5 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির কথা অনুযায়ী এই ব‍্যাটারী মাত্র 5 মিনিট চার্জ করলে 3 ঘন্টা টকটাইম দিতে পারে। Vivo Z1x এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে Vivo এর পার্সোনাল অ্যাসিসট‍্যান্ট বাটন আছে। এক‌ইভাবে ফোনটির নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here