লঞ্চ হল Vivo Z6 5G, এতে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

টেক কোম্পানি Vivo কিছু দিন আগে অফিসিয়ালি ঘোষণা করেছিল কোম্পানি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন 5জি ফোন পেশ করতে চলেছে। এই ফোনটির নাম Vivo Z6 5G বলা হয়েছিল। এবার Vivo এই ফোনটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি মিড বাজেট ক‍্যাটাগরিতে পেশ করেছে যা অসাধারণ লুকের সঙ্গে হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত। চীনে লঞ্চের পর মনে করা হচ্ছে আগামী দিনে Vivo তাদের Z6 5G ফোনটি বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও পেশ করবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল OPPO Reno 3 Pro এর ক‍্যামেরা ডিটেইলস, এতে থাকবে 2টি ফ্রন্ট ও 4টি রেয়ার ক‍্যামেরা

Vivo Z6 5G 

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Vivo Z6 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.74 শতাংশ। এই ফোনে বেজল লেস স্ক্রিন দেওয়া হয়েছে যার ওপরের ডানদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে। Vivo Z6 5G তে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 যুক্ত ফনটাচ ওএস 10 এ কাজ করে।

চীনে Vivo Z6 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। এই ফোনে LPDDR4x RAM ও UFS 2.1 Storage দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে যা ডুয়েল মোড 5জি মোডে কাজ করে।

আরও পড়ুন: Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে

ফোটোগ্রাফির জন্য Vivo Z6 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা 6পি লেন্সযুক্ত। এর সঙ্গে এই ফোনে এফ/2.22 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Z6 5G তে এফ/2.48 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo Z6 5G একটি ডুয়েল সিম ফোন। এই ফোনের গেমিং পারফরম্যান্স ফাস্ট করার জন্য কোম্পানি এই ফোনে Multi Turbo 3.0 ও Game Space 3.0 এর মতো ফিচার যোগ করা হয়েছে। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি অপশনের সঙ্গে Vivo Z6 5G তে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 44 ওয়াট সুপার ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 6 জিবি র‍্যাম, 4230 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল OPPO A31

কোম্পানির পক্ষ থেকে Vivo Z6 5G এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 2,298 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে, যার ভারতীয় দাম প্রায় 23,600 টাকার কাছাকাছি। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 2,598 ইউয়ান রাখা হয়েছে। এই ফোনের ভারতীয় দাম প্রায় 26,800 টাকার আশেপাশে। Vivo Z6 5G ফোনটি চীনের মার্কেটে Ice Age, Interstellar Silver ও Aurora Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here