Vi লঞ্চ করল 299 টাকা দামের নতুন প্ল্যান, জেনে নিন বেনিফিট ডিটেইলস

ভোডাফোন আইডিয়া (Vi) তাদের ফ্যামিলি পোস্টপেইড ইউজারদের জন্য একটি নতুন সুন্দর অ্যাড-অন ফিচার লঞ্চ করেছে। এবার থেকে কোম্পানির উপস্থিত ইউজাররা ফ্যামিলি প্ল্যানে 299 টাকা প্রতি মেম্বার হিসাবে 8টি পর্যন্ত সেকেন্ডারি মেম্বার যোগ করতে পারবেন। এই প্ল্যানটি মূলত সেইসব পরিবারের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে, যারা একটি প্ল্যানের মাধ্যমে পরিবারের সব সদস্য ফোন ব্যাবহার করেন।

Vi ফ্যামিলি প্ল্যানের নতুন আপডেট

এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা সহজেই Vi অ্যাপ ব্যাবহার করে তাদের উপস্থিত ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে নতুন সদস্য যোগ করতে পারবেন। এর ফলে প্রত্যেক মেম্বার ভালো ডেটা ও কলিং বেনিফিট পাবেন।

Vi জানিয়েছে, 299 টাকার বিনিময়ে যুক্ত হওয়া প্রত্যেক সদস্য প্রতি মাসে 40GB হাই স্পীড ডেটা পাবেন। এই প্রাইস রেঞ্জে এত পরিমাণ ডেটা নিঃসন্দেহে খুব একটা খারাপ ডিল নয়। এই নতুন অ্যাড-অন অপশন Vi এর উপস্থিত ফ্যামিলি পোস্টপেইড রেঞ্জের অংশ হিসাবে পেশ করা হয়েছে। এই রেঞ্জের দাম শুরু হয় 701 টাকা থেকে।

নতুন অ্যাড-অন ফিচারের বিশেষত্ব

1. কম দামে বড় পরিবার যুক্ত করার সুবিধা

299 টাকার বিনিময়ে প্রত্যেক সদস্যের জন্য 40GB একটি দারুণ উদ্যোগ। যেসব পরিবার একটি বিলের অধীনে সমস্ত কানেকশন চান, তাদের জন্য এটি সুন্দর অপশন।

2. সিঙ্গেল বিলিং এবং সহজ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট

সবকটি কানেকশনের জন্য একটি বিল করা হবে এবং এর ফলে সহজে বিলিং ও ট্র্যাকিং করা যায়। এছাড়া প্রত্যেক মেম্বারকে আলাদাভাবে ডেটা অ্যালোকেট করা হয়, ফলে ডেটা শেয়ারিঙের ঝঞ্ঝাটও থাকে না।

নতুন অ্যাড-অন ফিচারের খামতি

1. সমস্ত মেম্বারদের জন্য ওটিটি বেনিফিট নেই

প্ল্যানের ওটিটি বেনিফিট শুধুমাত্র প্রাইমারি মেম্বার বা সীমিত ইউজারদের দেওয়া হয়। সমস্ত সেকেন্ডারি মেম্বাররা একই রকম ওটিটি অ্যাক্সেস পান না।

2. ডেটা রোলওভার লিমিট সম্পর্কে বলা নেই

40GB ডেটা দেওয়া হলেও, বেঁচে যাওয়া ডেটা পরের মাসে রোলওভার হবে কি না, সেই বিষয়ে কিছু বলা হয়নি। এই ধরনের অস্পষ্ট তথ্য ইউজাদের কনফিউজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here