90 দিন ভ্যালিডিটি এবং প্রতিদিন 2GB ডেটাসহ লঞ্চ হল Vi এর নতুন রিচার্জ প্ল্যান, দেখে নিন দাম এবং বেনিফিট

Highlights

  • Vi এর এই নতুন প্ল্যানের দাম 902 টাকা।
  • প্ল্যানটি কোম্পানির সাইটে “Unlimited” ট্যাবে লিস্টেড করা হয়েছে।
  • এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা 3 মাস পর্যন্ত বেনিফিট উপভোগ করতে পারবেন।

Vodafone Idea (Vi) বিগত বেশ কিছু সময় ধরে নতুন নতুন প্ল্যান লঞ্চ করে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এবার একটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করা হয়েছে। যেসব গ্রাহকরা দীর্ঘ মেয়াদি প্ল্যানের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ডেটা উপভোগ করতে চান তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট লাভজনক হতে চলেছে। এই নতুন প্ল্যানের দাম রাখা হয়েছে 902 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন প্ল্যান সম্পর্কে। আরও পড়ুন: Tecno তৈরি করছে নতুন স্মার্টফোন Pova Neo 3, লিক হল স্পেসিফিকেশন

Vi এর 902 টাকা দামের প্রিপেইড প্ল্যান

  • Vi এর নতুন আনলিমিটেড প্ল্যানের দাম রাখা হয়েছে 902 টাকা এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন।
  • কোম্পানির সাইটে এই প্ল্যানটি “Unlimited” ট্যাবে লিস্টেড করা হয়েছে।
  • এই প্ল্যানে 90 দিনের জন্য আনলিমিটেড ফ্রি ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।
  • এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2GB করে মোট 180GB ডেটা উপভোগ করা যায়। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড কমে 64Kbps হয়ে যায়।
  • গ্রাহকরা এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাবেন।

ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন বেনিফিট

ফ্রি কলিং, ডেটা এবং এসএমএস ছাড়াও এই প্ল্যানে ইউজারদের SunNXT এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি 90 দিন। জানিয়ে রাখি SunNXT হল Sun TV Network এর একটি স্ট্রীমিং সার্ভিস। Sun TV Network এর সাবস্ক্রিপশনের দাম শুরু হয় 480 টাকা থেকে। এটি এই প্ল্যাটফর্মের বেসিক সাবস্ক্রিপশনের দাম। এছাড়া এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ 799 টাকা। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

পাওয়া যাবে Weekend Data Rollover এবং Night data বেনিফিট

এই প্ল্যানের সঙ্গে Weekend Data Rollover এবং Night data বেনিফিট পাওয়া যায়। উইকেন্ড ডেটা রোলওভারের আওতায় ইউজাররা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেঁচে জাওয়া ডেটা শনিবার এবং রবিবার ব্যাবহার করতে পারবেন।

এই প্ল্যানে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা অ্যাক্সেস করা যায়। এই সময়ের মধ্যে ব্যাবহৃত ডেটা দৈনিক ডেটার মধ্যে ধরা হয় না। আরও পড়ুন: বড় ধাক্কা খেল Realme, এই দেশে বন্ধ হল মোবাইল ফোন, ব্যান করল সরকার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here