এইসব Vi প্ল্যান রিচার্জ করে ফ্রিতে দেখা যাবে IPL ম্যাচ, দেখে নিন লিস্ট

আগামীকাল অর্থাৎ 22 মার্চ থেকে ভারতে IPL এর 18তম সিজন শুরু হতে চলেছে। প্রতি বছরের মতো এই বছরও ক্রিকেট ফ্যানরা অধীর আগ্রহে এই তুরনামেন্তের জন্য অপেক্ষা করে রয়েছে। ভারত সহ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ তাদের ফোন ও টিভিতে এই ম্যাচগুলি লাইভ দেখেন। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মতো Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া ইউজারদের জন্যও এমন কি প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে বিনা পয়সায় আইপিএল ম্যাচ দেখা যাবে। এই পোস্টে এমনই কিছু VI প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল যেগুলির সঙ্গে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়।

VI (Vodafone idea) এর JioHotstar সাবস্ক্রিপশন সহ  প্ল্যান

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
151 টাকা

4GB ডেটা এবং 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ

30 দিন
169 টাকা 8GB ডেটা এবং 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ 30 দিন
202 টাকা

মোট 5GB ডেটা এবং জিওহটস্টার সহ 13 ওটিটি অ্যাপের মেম্বারশিপ

1 মাস
248 টাকা

মোট 6GB ডেটা এবং জিওহটস্টার সহ 16 ওটিটি অ্যাপের মেম্বারশিপ

1 মাস
469 টাকা

3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি 100 SMS

28 দিন
994 টাকা 3 মাসের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি 100 SMS 84 দিন
3,699 টাকা 1 বছরের জন্য জিওহটস্টার মোবাইল মেম্বারশিপ, 3GB/দিন+50GB এক্সট্রা ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি 100 SMS 365 দিন

 

  1. ভির 151 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান: এই প্ল্যানে 3 মাসের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই অ্যাড অন প্ল্যানটি রিচার্জ করে 30 দিনের জন্য 4GB ডেটা উপভোগ করা যায়। যেহেতু এই প্ল্যানে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না, টাই এই প্ল্যানের আগে অন্য কোনো প্রাইমারি প্ল্যান রিচার্জ করা আবশ্যক।
  2. ভির 169 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যান: 169 টাকা দামের এই ডেটা অ্যাড অন প্ল্যানে 30 দিনের জন্য মোট 8GB ডেটা দেওয়া হয়। এতে 3 মাসের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। তবে যেহেতু এই প্ল্যানে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না, টাই এই প্ল্যানের আগে অন্য কোনো প্রাইমারি প্ল্যান রিচার্জ করা দরকার।
  3. ভির 202 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে 1 মাসের জন্য মোট 5GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে Disney + Hotstar, SonyLIV, Fancode, Discovery, JioHotstar এর মতো মোট 13 ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল্যানের বেনিফিট উপভোগ করার জন্য প্রাইমারি প্ল্যান থাকা আবশ্যক, কারণ এতে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না।
  4. ভির 248 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 1 মাসের জন্য মোট 6GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে JioHotstar, SonyLIV, Fancode, Discovery সহ মোট 14+ ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয়। তবে যেহেতু এই প্ল্যানে কোনো সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যায় না, টাই এই প্ল্যানের আগে অন্য কোনো প্রাইমারি প্ল্যান রিচার্জ করা দরকার।
  5. ভির 469 টাকা দামের প্ল্যান: কোম্পানির 469 টাকা দামের প্ল্যানে প্রতিদিন 2.5GB করে ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কল পাওয়া যায়। এতে ডেইলি 100 SMS এবং Vi মুভিজ ও টিভি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
  6. ভির 994 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই প্ল্যানটি রিচার্জ করে 3 মাসের জন্য JioHotstar মেম্বারশিপ পাওয়া যায়। এর সঙ্গে এতে প্রতিদিন 2GB করে ডেটা এবং আনলিমিটেড কলের পাশাপাশি 100 SMS উপভোগ করা যায়। এছাড়াও 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যায়। সোম থেকে শুক্রবার পর্যন্ত এই প্ল্যানের দৈনিক ডেটার বেঁচে যাওয়া অংশ শনি ও রবিবারে ক্যারি হয়ে যায়। আবার দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ডেটা স্পীড কমে 64Kbps হয়ে যায়। একইভাবে দৈনিক 100 SMS শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য ₹1 এবং এসটিডি এসএমএসের জন্য ₹1.5 করে দাম দিতে হয়।
  7. ভির 3,669 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানটি রিচার্জ করে 1 বছরের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা এবং 100 SMS এর সঙ্গে আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। 365 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হয়। একইসঙ্গে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই প্ল্যানের দৈনিক ডেটার বেঁচে যাওয়া অংশ শনিবার ও রবিবারে ক্যারি হয়ে যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ডেটা স্পীড কমে 64Kbps হয়ে যায়। একইভাবে দৈনিক 100 SMS শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য ₹1 এবং এসটিডি এসএমএসের জন্য ₹1.5 করে দাম দিতে হয়।

22 মার্চ আয়োজিত হবে IPL 2025 এর প্রথম ম্যাচ

আগামী 22 মার্চ, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএলের 18তম সিজনের সূচনা হতে চলেছে। এবার টুর্নামেন্টে মোট 10টি টীম খেলবে এবং 74টি ম্যাচ খেলা হবে। লীগের প্রথম ম্যাচ 22 মার্চ কোলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে খেলা হবে।

আগে বিনামূল্যে দেখা যেত IPL ম্যাচ

জানিয়ে রাখি গত দুই বছর জিও সিনেমা প্ল্যাটফর্ম টিভি ও মোবাইলে বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিম করেছে। এই ম্যাচ উপভোগ করার জন্য জিও নাম্বার বা জিও সিনেমার মেম্বারশিপও আবশ্যক ছিল না। তবে সম্প্রতি জিও এবং ডিজনি+ হটস্টারের মেলবন্ধনের পর JioHotstar আগামী IPL লাইভ স্ট্রিম করার জন্য দাম নেবে। অর্থাৎ যাদের প্ল্যানের সঙ্গে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায় না তাদের আলাদা করে মেম্বারশিপ নিতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here