Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ

গত বছর ডিসেম্বর মাসে টেলিকম ইন্ডাস্ট্রিকে ক্ষতির হাত থেকে বাঁচতে ট‍্যারিফের দাম বাড়াতে হয়। সেই সময় জিও ও এয়ারটেলের চেয়ে আগে সবার আগে প্রিপেইড ট‍্যারিফের দাম বাড়ায় ভোডাফোন আইডিয়া। বর্তমানে একটি নতুন রিপোর্ট অনুযায়ী এবারেও ভোডাফোন আইডিয়াই সবার আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত। ভোডাফোন আইডিয়ার চীফ ডাইরেক্টর ও সিইও রবিন্দর টক্কর জানিয়েছেন ট‍্যারিফের দাম বাড়ানোর প্রসঙ্গ উঠলে কোম্পানি প্রথম পদক্ষেপ নিতে পিছপা হবে না। এর আগে এয়ারটেলের পক্ষ থেকেও এই এক‌ই ধরনের আভাস পাওয়া গেছে।

আরও পড়ুন: WhatsApp এ আসছে অসাধারণ ফিচার, 7 দিন পর নিজে থেকেই মুছে যাবে ম‍্যাসেজ: জেনে নিন কিভাবে

বর্তমানে প্রায় 400 মিলিয়ন ইউজারের সঙ্গে জিও ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কোম্পানি। কোম্পানি দীর্ঘদিন ধরেই নতুন গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। অন‍্যদিকে এয়ারটেল ARPU ও রেভেনিউ বাড়াতে আগ্রহী। দেখেশুনে মনে হয় ভোডাফোন আইডিয়াও এক‌ই স্ট্র‍্যাটেজিতে চলছে।

ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে জানা গেছে দাম বাড়ানোর সময় এলে কোনো বাহানাতেই তা থামিয়ে রাখা হবে না। এই মুহুর্তে বিভিন্ন প্ল‍্যানের দাম কতটা বাড়তে পারে তা নিয়ে আলোচনা চলছে। এর আগেও এমনটা হ‌ওয়ার পর‌ই ট‍্যারিফের দাম বেড়েছে।

আরও পড়ুন: 48MP ক‍্যামেরা ও 128GB মেমরিসহ ভারতে এল Vivo V20 SE, প্রতিযোগিতায় Xiaomi-Realne

বেশ কিছু দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল আগামী 12 থেকে 18 মাসের মধ্যে ট‍্যারিফের দাম দুবার বাড়তে পারে। আগামী ছয় মাসের মধ্যে কোম্পানিগুলি একবার তাদের প্ল‍্যানের দাম বাড়াবে এবং এমনটা করা মার্কেটে স্টেবল থাকার জন্য সত‍্যিই প্রয়োজন হয়ে পড়েছে। তবে এবার ট‍্যারিফের দাম কতটা বাড়বে সেবিষয়ে কিছুই জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here