Vodafone Idea ( Vi ) বিগত দিনে নো-ডেটা লিমিটের 447 টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছিল। এরপরে কোম্পানি এরপরে এরকমই একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান পেশ করেছে। ভোডাফোন আইডিয়া এর 267 টাকা দামের এই প্ল্যান বাল্ক ডেটা রিচার্জ হিসেবে পেশ করা হয়েছে যা বিনা ডেটা লিমিটের সাথে আসে। এই প্ল্যানের বিশেষ দিকটি হল যে এতে পাওয়া ডেটা বিনা কোনো ডেলি লিমিটের সাথে আসে। অর্থাৎ আপনি একদিনে যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন। তাহলে আসুন জেনে নিই ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে ডেটা ছাড়া আর কি কি বেনিফিট পাওয়া যাবে।
25GB ডেটার সাথে পাওয়া যাবে ফ্রি কলিং
ভোডাফোন আইডিয়ার 267 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 25GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এটুকুই না এই প্ল্যানে ডেটা বিনা ডেলি লিমিটে পাওয়া যাবে। অর্থাৎ আপনি একদিনে 25GB এর মধ্যে যতখুশি ডেটা ব্যবহার করতে পারবেন। রিচার্জে আপনি 30 দিনের ভ্যালিডিটি পাবেন। এটুকুই না এই প্ল্যানে 100 SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এর সাথেই যেকোনো নেটওয়ার্কে ফ্রি কলিং এর সুবিধা পাবেন। এছাড়া VI Movies আর TV এর ক্লাসিক অ্যাক্সেস পাবেন।
Vi এর 447 টাকার প্রিপেইড প্ল্যান
Vi এর লেটেস্ট 447 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে ইউজার্সরা 60 দিনের ভ্যালিডিটি পাবে। এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড কলিং এর সাথে 50GB পর্যন্ত ডেটা পাবে। ভিআই এর এই প্ল্যান বিনা কোনো ডেটা লিমিটে পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানের সাথে পাওয়া ডেটা ইউজার্সরা প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত যতখুশি ব্যবহার করতে পারবেন। এর সাথেই এই প্ল্যানে ইউজার্সরা ডেলি 100 এসএমএস পাবে। ভোডাফোনের এই রিচার্জের সাথে ইউজার্স Vi মুভিজ আর টিভি ক্লাসিকের সাবস্ক্রিপশনও পাবে।
Vi এর ফ্রি অফার
Vi বিগত দিনে নিজের লো ইন্কাম গ্রাহকদের ফ্রিতে কলিং আর ডেটা দেওয়ার ঘোষণা করেছিল। কোম্পানি গ্রাহকদের ফ্রিতে 75 টাকার রিচার্জ দিচ্ছে। লকডাউনের কারনে Vi এর কিছু গ্রাহকের রিচার্জ করতে অসুবিধা হচ্ছিল যার জন্য কোম্পানি এই অফারের ঘোষণা করেছিল।
এই নতুন অফারে গ্রাহকরা Vi থেকে Vi এর নেটওয়ার্কে কলিং এর জন্য 50 মিনিট পাবে। এছাড়া ইউজার্সরা 50MB ডেটাও পাবে। এই প্ল্যানের বৈধতা 15 দিনের। এই অফার সেইসব গ্রাহকদের জন্য যারা লকডাউনে রিচার্জ করতে পারছে না। Vi নিজের এই অফারকে Unlock 2.0 benefit নাম দিয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন