টেলিকম জগতের অন্যতম বড় কোম্পানি ভোডাফোন কিছু দিন আগে তাদের 50 টাকা, 100 টাকা ও 500 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করে দেয়। এর পরিবর্তে কোম্পানি কিছু অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান লঞ্চ করে, যার প্রাথমিক দাম 23 টাকা। কোম্পানি আবার তাদের তিনটি রিচার্জ প্ল্যান পেশ করল। যদিও এবার আর আগের মতো এবার প্ল্যানে লাইফটাইম ভ্যালিডিটি পাওয়া যাবে না।
“গেমস অফ ওয়াসেপুর” এর ধানবাদ 4জিতে প্রথম,।জেনে নিন আপনার শহরের অবস্থা
50 টাকা, 100 টাকা ও 500 টাকার রিচার্জ প্ল্যানে এবার 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রসঙ্গত এইসব প্ল্যানে আগে লাইফটাইম ভ্যালিডিটি পাওয়া যেত।
সুবিধা
এইসব টকটাইম প্ল্যানে এখন 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। 50 টাকার প্ল্যানে 39.7 টাকা টকটাইম পাওয়া যাবে, যার কোনো ভ্যালিডিটি নেই, অর্থাৎ ব্যালেন্স ক্যারি ফরোয়ার্ড হয়ে যাবে। ইউজার যদি একমাস পর আবার রিচার্জ করেন তবে বেঁচে যাওয়া ব্যালেন্স নতুন ব্যালেন্সে যোগ হয়ে যাবে।
এআই ক্যামেরা ও মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল এলজি কে12+, জেনে নিন দাম ও ফিচার
100 টাকার প্ল্যান রিচার্জ করলে 100 টাকাই পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি এখন 28 দিন। আবার 500 টাকা রিচার্জ করলে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
ভোডাফোন তাদের 10 টাকা, 1,000 টাকা ও 5,000 টাকার প্ল্যানে লাইফটাইম ভ্যালিডিটি অফার করছে। তবে এইসব প্ল্যানে আউটগোয়িং 28 দিন পর বন্ধ হয়ে যায়।
ডিউড্রপ নচের সঙ্গে পেশ হল হুয়াই ওয়াই6 প্রাইম (2019), ভারতে দাম 10,000 টাকারও কম
ভোডাফোন-আইডিয়া ফ্রি ইনকামিং বন্ধ করায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কোম্পানি মিনিমাম ভ্যালিডিটি রিচার্জ চালু করেছে। এরপর ট্রাইয়ের রিপোর্টে কোম্পানির গ্ৰাহক সংখ্যা কমতে দেখা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করূন