এআই ক‍্যামেরা ও মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল এলজি কে12+, জেনে নিন দাম ও ফিচার

গত মাসে এলজি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর আগে এলজি কে40 ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের কে সিরিজে নতুন ফোন এলজি কে12+ লঞ্চ করেছে। বলা হচ্ছে এই মিড রেঞ্জ ফোনটি এলজি কে40 এর‌ই নতুন ভেরিয়েন্ট। এলজি কে12+ ফোনটিতে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করেছে।

“গেমস অফ ওয়াসেপুর” এর ধানবাদ 4জিতে প্রথম,।জেনে নিন আপনার শহরের অবস্থা

দাম
কোম্পানি এলজি কে12+ ফোনটি ব্রাজিলে লঞ্চ করেছে। ব্রাজিলে ফোনটির দাম 1,199 ব্রাজিলিয়ান রিয়াল রাখা হয়েছে (প্রায় 21,200 টাকা) কোম্পানি ফোনটির তিনটি কালার ভেরিয়েন্ট পেশ করেছে- মরোক্কান ব্লু, প্লাটিনাম গ্ৰে ও ব্ল‍্যাক। এলজি কে12+ ফোনটি ভারতে লঞ্চ সম্পর্কে এখনও কিছু বলা হয়নি।

স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে 5.7 ইঞ্চির এইচডি+ (720 × 1440 পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও 18:9 এছাড়া এই ফোনে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি22 (এমটি6762) প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ আছে। এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ডিউড্রপ নচের সঙ্গে পেশ হল হুয়াই ওয়াই6 প্রাইম (2019), ভারতে দাম 10,000 টাকারও কম

ফোটোগ্ৰাফির জন্য এলজি কে12+ এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। এতে রেয়ার ক‍্যামেরার সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4জি এলটিই, ওয়াইফাই 802.11এসি, ব্লুটুথ ভার্সন 5.0, জিপিএস/এ-জিপিএস ও মাইক্রোইউএসবি পোর্ট আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এলজি কে12+ এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

শাওমি শুরু করেছে “মি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ডিসকাউন্ট

কিছু দিন আগে জানা গেছে এলজি তাদের ফোল্ডেবল ফোন লঞ্চের প্রস্তুতি করছে। এইকথা কিছু পেটেন্টের মাধ্যমে জানা গেছে। ইউনাইটেড স্টেট পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে এক ভেন্ডার এই পেটেন্ট ফাইল করেছে।

ইউএসপিটিওর ওয়েবসাইটে এই পেটেন্ট দেখা গেছে, যেখানে দেখা গেছে ফোনটি সিঙ্গেল ফোল্ডেবল স্ক্রিনযুক্ত। স‍্যামসাং ও হুয়াইয়ের ফোল্ডেবল ফোনের মতো এলজি ফোনের দুটি স্ক্রিন জোড়ার জন্য কোনো কানেক্ট থাকবে না। পেটেন্ট থেকে জানা গেছে ঐলজির ফোনে ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা থাকবে। এবং ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে সার্কুলার পোর্ট আছে যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here