ডিউড্রপ নচের সঙ্গে পেশ হল হুয়াই ওয়াই6 প্রাইম (2019), ভারতে দাম 10,000 টাকারও কম

হুয়াই এই মাসেই আন্তর্জাতিক মঞ্চে তাদের মিডরেঞ্জ ফোনের পোর্টফোলিও বড় করে একটি নতুন স্মার্টফোন হুয়াই ওয়াই6 (2019) পেশ করেছে। এই ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা চীনে সেল করা হচ্ছে। আজ কোম্পানি হুয়াই ওয়াই6 (2019) চীনের বাইরে এনে পাকিস্তানে লঞ্চ করে দিয়েছে। প্রতিবেশী দেশে ফোনটি হুয়াই ওয়াই6 প্রাইম (2019) নামে লঞ্চ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও ফোনটি এই এক‌ই নামে পেশ করা হবে।

শাওমি শুরু করেছে “মি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ডিসকাউন্ট

ডিজাইন
হুয়াইয়ের এই ফোনটি ন‍্যারো বেজলযুক্ত ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে ছোট “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। ফোনের তিন দিক বেজল লেস, তবে নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে এবং এখানে ব্র‍্যান্ডের লোগো আছে। হুয়াই ওয়াই6 প্রাইম (2019) এর ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এর নিচে ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফোন আনলকের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন আছে এবং নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও স্পীকার আছে।

স্পেসিফিকেশন
হুয়াইয়ের পক্ষ থেকে এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.09 ইঞ্চির ফুল ভিউ ডিউড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ইএম‌ইউআই 9.0 সহ পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ22 চিপসেটে রান করে। গেমিং ও গ্ৰাফিক্সের জন্য এই ফোনে পাঔয়ারভিআর জিই8320 দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হল মোটো জি7 ও মোটোরোলা ওয়ান, জেনে নিন এর দাম ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে হুয়াই ওয়াই6 প্রাইম (2019) 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য হুয়াই ওয়াই6 প্রাইম (2019) এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

হুয়াই ওয়াই6 প্রাইম (2019) একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

শাওমি রেডমি 7 লঞ্চ, এতে আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন

দাম
পাকিস্তানে হুয়াই ওয়াই6 প্রাইম (2019) 21,499 পাকিস্তানী দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দরে এই দাম প্রায় 10,300 টাকার সমান। হুয়াই এই ফোনটি মিডনাইট ব্ল‍্যাক, সাফায়ার ব্লু ও এম্বার ব্রাউন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। প্রসঙ্গত এই ফোনটি শ্রীলঙ্কাতে হুয়াই ওয়াই6 প্রো (2019) নামে লঞ্চ করা হয়েছে। ওয়াই6 এর এই মডেলটি 3 জিবি র‍্যাম সাপোর্ট করে। এখন অপেক্ষা শুধু ভারতে ফোনটি কবে ও কত দামে লঞ্চ হবে তা জানার। তবে আশা করা হচ্ছে ভারতে ফোনটি 10,000 টাকার কম দামে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করূন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here