বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু ChatGPT; এটি ব্যবহার করাও খুব সহজ, জেনে নিন পদ্ধতি

Highlights

  • ChatGPT হল একটি AI চ্যাটবট যা যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে।
  • এই চ্যাটবটটি তৈরি করেছে AI গবেষণা সংস্থা OpenAI।
  • এই চ্যাটবটটি বর্তমানে কোনো অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না।

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স কোম্পানি OpenAI AI বেসড চ্যাটবট ChatGPT পেশ করেছে। এই চ্যাটবট মেশিন লার্নিং এবং GPT-3.5 নামের একটি ভাষা মডেল ব্যবহার করে ইউজারদের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেয়। বর্তমানে এই ট্যাচবট লিখিত আকারে প্রশ্নের উত্তর দেয়। এই AI ভিত্তিক চ্যাটবটের সাহায্যে অনেক ধরনের কাজ সহজেই করা যায়। এই চ্যাটবটের সাহায্য কোডও লেখা যাবে। এই চ্যাটবট অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। আজকের এই পোস্টে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে AI বেসড চ্যাটবট ChatGPT ব্যবহার করার বিষয়ে জানানো হল। আরও পড়ুন: Dimensity 9000+ এবং 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ফোনে AI বেসড চ্যাটবট ChatGPT ব্যবহার করার পদ্ধতি

ChatGPT বর্তমানে Google Play Store এবং Apple App Store এ উপলব্ধ নেই। যদিও ইউজাররা বর্তমানে ChatGPT চ্যাটবট OpenAI এর ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। এটি GPT-3 API এর উপর বেস করে নির্মিত। অ্যান্ড্রয়েড ইউজাররা স্মার্টফোনে ইনস্টল করা ব্রাউজারের সাহায্যে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। জেনে নিন OpenAI অ্যাকাউন্ট সেটআপ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ChatGPT AI চ্যাটবট ব্যবহার করার পদ্ধতি।

স্টেপ 1. প্রথমে আপনার ডিভাইসে ইনস্টল করা Chrome ব্রাউজার খুলুন।
স্টেপ 2. তারপর OpenAI এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
স্টেপ 3. এখানে উপরে আপনি ChatGPT ট্রাই বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করতে হবে।

স্টেপ 4. লগইন পেজ খুলবে। এখানে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
স্টেপ 5. তারপরে আপনাকে ইমেল আইডি ভেরিফাই করতে হবে।
স্টেপ 6. তারপরে আপনাকে ওয়েবসাইটে আপনার ফোন নম্বর ভেরিফাই করতে বলা হবে।

স্টেপ 7. এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এর পরে আপনি চ্যাট বটকে যেকোনো প্রশ্ন করতে পারেন।

অ্যান্ড্রয়েডের মতো iOS ডিভাইসের জন্য বর্তমানে ChatGPT চ্যাটবটের জন্য কোনো স্বতন্ত্র অ্যাপ নেই। iPhone, iPad ইউজাররা অফিসিয়াল OpenAI ওয়েবসাইট থেকে ChatGPT AI চ্যাটবট অ্যাক্সেস করতে পারেন। আরও পড়ুন: লো বাজেট iPhone এর লোভে 29 লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি, জেনে নিন পুরো ঘটনা

OpenAI ChatGPT এর লেটেস্ট ভার্সন ChatGPT 4 রিলিজ করেছে। এটি আগের অনেক বেশি আধুনিক, ক্রিয়েটিভ এবং নির্ভরযোগ্য। আরও পড়ুন: লঞ্চের আগে তালিকাভুক্ত Infinix Hot 30i স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here