ওয়্যারলেস Emergency Alert কি? জেনে নিন ফোনে কিভাবে সেট করা যায়

বর্তমানে ভারত সরকার টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সঙ্গে হাত মিলিয়ে দেশে Emergency Alert System নিয়ে টেস্টিং করছে। সম্প্রতি টেস্টের সময় গোটা দেশের অনেক স্মার্টফোন ইউজার তাদের ফোনে টেক্সট অ্যালার্ট পেয়েছেন। এই Emergency Alert System ইউজারদের এলেকার আপটকালীন পরিস্থিতি সম্পর্কিত তথ্য জানার একটি মাধ্যম হয়ে উঠতে পারে। ভূমিকম্প, নিম্নচাপ, ঝড়, বন্যা, ধস প্রভৃতি সম্পর্কে ইউজারদের ফোনে এমারজেন্সি মোবাইল অ্যালার্ট পাঠানো হতে পারে। এর জন্য কোনো অ্যাপ ডাউনলোড করারও দরকার নেই। অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগে থেকেই রয়েছে, শুধু এনবল করার অপেক্ষা। আরও পড়ুন: প্রকাশ্যে এল Samsung Galaxy Unpacked Event 2024 এর ডিটেইলস, লঞ্চ হতে পারে Galaxy S24 সিরিজ

ওয়্যারলেস এমারজেন্সি অ্যালার্ট কি?

ভারত সরকার বর্তমানে টেলিকম বিভাগের সঙ্গে যুগ্মভাবে ওয়্যারলেস এমারজেন্সি অ্যালার্ট সিস্টেম নিয়ে কাজ করছে। এটি এমারজেন্সি নোটিফিকেশন সিস্টেমের অংশ। এর মাধ্যমে সরকার ইউজারদের প্রাকৃতিক বিপ বা আপতকালীন পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানাতে পারবেন। সাধারণত সরকারি বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষদের গুরুত্বপূর্ণ আপতকালীন আপডেট দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ওয়্যারলেস এমারজেন্সি সিস্টেম বাই ডিফল্ট এনেবল করা থাকে। কোনো গুরুতর এমারজেন্সি পরিস্থিতিতে দাঁড়িয়ে নাগরিকদের সচেতন করার জন্য এবং সুরক্ষিত রাখতে এই সার্ভিস ব্যাবহার করা হয়।

ফোনে কিভেব এনেবল করবেন Emergency Alert?

এমারজেন্সি অ্যালার্ট মূলত আপতকালীন সচেতনতা সিস্টেমের একটি অংশ, যা সরকার টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সাধারণ মানুষদের বিপদের সূচনা দেওয়ার জন্য ব্যাবহার করে। বাই ডিফল্ট এটি ফোনে এনেবল করাই থাকে, তবে যদি না থাকে তবে ম্যানুয়ালি এনেবল করতে হবে। এনেবল করার জন্য নিচে দেওয়া স্টেপগুলি ফ্ল করুন:

স্টেপ #1: অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসের মধ্যে ‘সেফটি অ্যান্ড এমারজেন্সি’ এর অধীনে ওয়্যারলেস এমারজেন্সি অ্যালার্ট অপশন পাওয়া যাবে।
স্টেপ #2: অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ওপেন করুন।
স্টেপ #3: এরপর নিচে স্ক্রল করে Safety and emergency অপশনে ট্যাপ করুন।

স্টেপ #4: এখানে ওয়্যারলেস এমারজেন্সি অ্যালার্ট অপশন পাওয়া যাবে।

স্টেপ #5: এখান দেখুন এমারজেন্সি অ্যালার্ট টগল অন আছে কি না। এটি অফ থাকলে টগল অন করে দিন।
স্টেপ #6: যদি আগে থেকে অন করা থাকে তবে দেখুন সব ধরনের অ্যালার্ট অন আছে কি না। এখানে অতিরিক্ত বিপদ, গুরুতর বিপদ (সরকার বর্তমানে এটি টেস্ট করছে), AMBER অ্যালার্ট, টেস্ট অ্যালার্ট এবং এরিয়া আপডেট ব্রডকাস্ট অপশন আছে। যদি অফ থাকে তাহলে সব ধরনের অ্যালার্ট পাওয়ার জন্য সবকটি অপশন অন করে দিন।

এরপর ইউজারদের এলাকায় কোনো আপডেট জারি করা হলে সেটি ফোনে পাওয়া যাবে।

FAQs.

অ্যান্ড্রয়েড ফোনে এমারজেন্সি অ্যালার্ট কিভাবে এনেবল বা ডিসেবল করবেন?

খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে এমারজেন্সি অ্যালার্ট এনেবল বা ডিসেবল করা যায়। এর জন্য ফোনে Settings > Safety and Emergency > Wireless emergency alerts অপশনে যেতে হবে। এখানে এমারজেন্সি অ্যালার্ট অপশনের টগল অন বা অফ করে এমারজেন্সি অ্যালার্ট এনেবল বা ডিসেবল করতে পারবেন।

আইফোনে অ্যান্ড্রয়েড ফোনে এমারজেন্সি অ্যালার্ট কিভাবে এনেবল বা ডিসেবল করবেন?

আইফোনে অ্যান্ড্রয়েড ফোনে এমারজেন্সি অ্যালার্ট এনেবল বা ডিসেবল করার জন্য Settings > Notifications > disable Government Alerts অপশনে গিয়ে এটি এমারজেন্সি অ্যালার্ট এনেবল বা ডিসেবল করা যায়।

ফোনে এমারজেন্সি অ্যালার্ট কেন পাওয়া যাচ্ছে?

বর্তমানে ভারত সরকার Wireless emergency alerts টেস্টিং করছে। ভারত সরকারের দূরসঞ্চার বিভাগের সেল ব্রডকাস্টিঙের মাধ্যমে স্যাম্পেল টেস্টিং ম্যাসেজ হিসাবে এটি পাঠানো হচ্ছে। এই ম্যাসেজ ইগনোর করুন। National Disaster Management Authority এর পক্ষ থেকে এই ম্যাসেজ প্যান ইন্ডিয়া এমারজেন্সি অ্যালার্ট সিস্টেম টেস্ট করা হচ্ছে। বিপদের সময় সুরক্ষা বাড়ানো এবং খারাপ পরিস্থিতিতে সময় মতো ম্যাসেজ প্তহান এর লক্ষ্য।

ফোনে এমারজেন্সি অ্যালার্ট কিভাবে বন্ধ করতে হবে?

যে কোনো ফোনে এমারজেন্সি অ্যালার্ট বন্ধ করা যায়। বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Settings > Safety and Emergency > Wireless emergency alerts অপশনে গিয়ে এটি বন্ধ করা যায়। এখানে ইউজাররা অতিরিক্ত বিপদ, গুরুতর বিপদ, এএমবিই অ্যালার্ট এবং টেস্টিং অ্যালার্ট এর মতো অপশনগুলি আলাদা আলাদাভাবেও বন্ধ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here