WhatsApp এ এসে গেলো নতুন ফিচার, এখন নিজের ইচ্ছায় জয়েন করতে পারবেন Whatsapp গ্রুপ কল

ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ (Whatsapp) বহু সময় ধরে নিজের ইউজার্স এক্সপেরিয়েন্স ভালো করার চেষ্টা করছে। ইউজার্সদের প্রয়োজন দেখে কোম্পানি নিজের অ্যাপে নতুন-নতুন ফিচার্স অ্যাড করছে। আবার এরকম বহু ফিচার্স আছে যার উপরে কাজ করা হচ্ছে। এই সবের মধ্যে কোম্পানি নিজের অসংখ্য ইউজার্সদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই নতুন ফিচারের মাধ‍্যমে হোয়াটস‌অ্যাপ ইউজার্স যেকোনো গ্রুপ ভিডিও কল বা ভয়েস কল কেটে যাওয়ার পরেও জয়েন করতে পারবে। এই আপডেটের মাধ্যমে ইউজার্সরা চাইলে গ্রুপ কলের মাঝে ছেড়ে যেতে পারবে আবার চাইলে জয়েন‌ও করতে পারবে। এর জন্য কলটি চলতে থাকা প্রয়োজন। হোয়াটস‌অ্যাপ নতুন গ্রুপ কলের ফিচার সোমবার থেকে অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য রোল‌আউট করা শুরু করে দিয়েছে, যা ধীরে ধীরে সব ডিভাইসে আপডেটের মাধ্যমে চলে আসবে।

Joinable Group Calls ফিচার

হোয়াটস‌অ্যাপ নিজের ব্লগ পোস্টে বলেছে যে নতুন ফিচার চলে আসলে ইউজার্সদের উপরে এই চাপ পড়বে না যে গ্রুপ কল আসলেই জয়েন হতে হবে। এই ফিচার আসার আগে আপনি হোয়াটস‌অ্যাপের কিছু গ্রুপ ভিডিও বা ভয়েস কল মিস করে দিতেন তখন আপনি নিজেও এতে জয়েন হতে পারতেন না। অথচ কলে যোগ হয়ে যাওয়া মেম্বারদের নতুন মেম্বার যোগ করার সুবিধা পাওয়া যেতো।

এভাবে জয়েন করুন হোয়াটস‌অ্যাপের মিস হ‌ওয়া গ্রুপ কল

এখন যদি হোয়াটস‌অ্যাপে গ্রুপ কল মিস হয়ে যায় তাহলে আপনি একটি নতুন অপশন পাবেন। যদি সেই গ্রুপ কল এখনো চলতে থাকে তাহলে হোয়াটস‌অ্যাপের Call Log এ আপনি Tap to join অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করতেই আপনি গ্রুপ কলে যোগ হয়ে যাবেন। হোয়াটস‌অ্যাপ একটি নতুন Call Info স্ক্রিন‌ও তৈরি করেছে যা ইউজার্সদের বলবে যে কোন ইউজার্স ইনভাইট করার পরেও কল জয়েন করেনি। গ্রুপ কল আসলে আপনি ignore আর Join এর দুটি অপশন দেখতে পাবেন।

WhatsApp 20 লাখের বেশি ইন্ডিয়ান ইউজার্সদের করলো ব‍্যান

কোম্পানি নিজের রিপোর্টে বলেছে যে এর মধ্যে 95% এর বেশি অবৈধ অটোমেটেড ম‍্যাসেজ, বাল্ক ম‍্যাসেজিং বা স্প‍্যাম ম‍্যাসেজের আন‌অথোরাইজড ব‍্যবহার করা লোকদের করা হয়েছে। বলে দিই যে সারা বিশ্বে হোয়াটস‌অ্যাপ এই মাসে প্রায় 80 লাখ একাউন্ট ব‍্যান করা ই, যার মধ্যে প্রায় 20 লাখ ইন্ডিয়ার ইউজার্স। হোয়াটস‌অ্যাপ নিজের রিপোর্টে বলেছে যে 15 মে থেকে 15 জুনের মাঝে টোটাল 345 অভিযোগ পাওয়া গিয়েছিল।

এই অভিযোগ গুলির মধ্যে 70 টি একাউন্ট সাপোর্ট, 204 টি ব‍্যান্ড অ্যাপিল, 8 টি সুরক্ষা আর 43 টি প্রোডাক্ট সাপোর্ট সম্বন্ধিত। অথচ এই 345 টি অভিযোগের মাঝে Whatsapp 63 টি ব‍্যান অ্যাপিলে কাজ করেছে। এই কাজের ফলাফল হলো একাউন্ট গুলিকে ব‍্যান করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here