Highlights
- iPhone ইউজারদের জন্য WhatsApp এ Companion Mode ফিচারটি যুক্ত হয়েছে।
- একটি WhatsApp অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন একাধিক ডিভাইস।
- Companion Mode এর জন্য WhatsApp (v23.10.76) আপডেট করতে হবে।
iOS ডিভাইসে WhatsApp ইউজারদের জন্য সুখবর রয়েছে। মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি iOS ইউজারদের জন্য Companion মোড প্রকাশ করেছে। এই ফিচারের সাহায্যে এখন iOS ইউজাররা তাদের বর্তমান WhatsApp অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। গত বছর WhatsApp অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Companion মোড ফিচারটি শুরু করেছিল। আরও পড়ুন: 3GB RAM, 13MP ক্যামেরা সহ লঞ্চ হল লো বাজেট Nokia C110 ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
এইভাবে কাজ করে এই ফিচার
iOS ডিভাইসে Companion মোড ব্যবহার করার জন্য আপনাকে WhatsApp (v23.10.76) আপডেট বা পুনরায় ইনস্টল করতে হবে। তারপর নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করে ডিভাইসটি লিঙ্ক করতে পারেন:
স্টেপ 1: প্রথমে আপনার iOS ডিভাইসে WhatsApp খুলতে হবে।
স্টেপ 2: WhatsApp আপডেট করার পরে, “Or link this device to an existing account ” এ ক্লিক করতে হবে। তারপরে আপনি QR কোড দেখতে পাবেন।
স্টেপ 3: এবার আপনাকে আপনার প্রাইমারি স্মার্টফোনে WhatsApp খুলতে হবে। তারপর সেটিংস (iOS) অথবা তিন-বিন্দু মেনু আইকন (Android) এ যেতে হবে।
স্টেপ 4: এখান থেকে আপনি Linked Devices অপশনটি সিলেক্ট করতে পারবেন।
স্টেপ 5: এখানে আপনাকে Link With QR Code অপশনটি সিলেক্ট করতে হবে৷
স্টেপ 6: তারপরে আপনি আইফোনে QR কোড দেখতে পাবেন। আপনি অন্য স্মার্টফোনের সাথে এই QR কোড স্ক্যান করে ডিভাইসটি লিঙ্ক করতে পারেন।
উপরে উল্লিখিত স্টেপগুলি অনুসরণ করে, আপনি আপনার iPhone কে আপনার WhatsApp অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন এবং অন্যান্য ডিভাইসে আপনার চ্যাট অ্যাক্সেস করতে পারবেন। আরও পড়ুন: 1.25 লাখ টাকা দামের Samsung Galaxy S23 Ultra তৈরিতে খরচ মাত্র 38,500 টাকা! জেনে নিন ডিটেইলস
? WhatsApp for iOS 23.10.76: what's new?
WhatsApp is widely rolling out a feature to link an existing account to a second iOS device: the companion mode!https://t.co/SVLI8NKEaI pic.twitter.com/AOf2nq3TrK
— WABetaInfo (@WABetaInfo) May 30, 2023
WhatsApp Companion Mode এর সুবিধা
WhatsApp Companion Mode ফিচারটি Linked Devices ফিচারের এক্সটেনশন। এর সাহায্যে ইউজাররা তাদের চ্যাট অ্যাক্সেস করার জন্য ল্যাপটপ এবং ডেস্কটপের মতো অন্যান্য ডিভাইসগুলিকে WhatsApp অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে পারে। Companion Mode-এর বিশেষত্ব হল ইউজাররা এখন তাদের প্রাইমারি ডিভাইস থেকে লগ আউট না করেই চ্যাট মেসেজ এবং কল নোটিফিকেশন পেতে 4টি iPhone লিঙ্ক করতে পারবে৷ মানে আপনি আপনার WhatsApp অ্যাকাউন্টের সাথে একসাথে চারটি iPhone কানেক্ট এবং সিঙ্ক করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন