3GB RAM, 13MP ক্যামেরা সহ লঞ্চ হল লো বাজেট Nokia C110 ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Nokia C110 যুক্তরাষ্ট্রের মার্কেটে আনা হয়েছে।
  • এই ফোনে HD Plus ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই ফোনটির দাম 8,000 টাকা।

Nokia তাদের প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারিত করে তাদের C-সিরিজ প্রসারিত করেছে। এর মধ্যে কোম্পানি C110 স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের মার্কেটে নিয়ে এসেছে। এই ডিভাইসটি একটি লো বাজেট ডিভাইস। এই Nokia ফোনে ইউজাররা 4G কানেক্টিভিটি, 6.3 ইঞ্চি ডিসপ্লে, 3GB RAM এর মতো অনেক ফিচার পাবেন। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 1.25 লাখ টাকা দামের Samsung Galaxy S23 Ultra তৈরিতে খরচ মাত্র 38,500 টাকা! জেনে নিন ডিটেইলস

Nokia C110 ফোনের দাম

কোম্পানি যুক্তরাষ্ট্রের মার্কেটে সিঙ্গেল স্টোরেজ অপশনে Nokia C110 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর দাম 99 মার্কিন ডলার অর্থাৎ প্রায় 8,000 টাকা। ইউজাররা এই ফোনটি শুধুমাত্র গ্রে কালার অপশনেই পাবেন। তবে এই ডিভাইসটি ভারতে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কোন তথ্য সামনে আসেনি।

Nokia C110 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Nokia C110 ডিভাইসটিতে একটি 6.3-ইঞ্চি LCD HD Plus ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 400 নিটস ব্রাইটনেস, 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 720 x 1560 রেজলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ডিভাইসে আরও ভালো পারফরম্যান্সের জন্য কোম্পানি অক্টা কোর MediaTek Helio P22 চিপসেট ইনস্টল করেছে।
  • স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে এই ডিভাইসটিতে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: এই স্মার্টফোনটিতে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা লেন্স রয়েছে।
  • ব্যাটারি: এই ডিভাইসে একটি 3000mAh ব্যাটারি রয়েছে যা 5W চার্জিং সাপোর্ট করে।
  • OS: অপারেটিং সিস্টেমের কথা বললে এই ডিভাইসটি Android 12 এ রান করে।
  • অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ডিভাইসটিতে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ, WiFi, FM রেডিওর মতো ফিচার রয়েছে।
  • সিকিউরিটি: এই ডিভাইসটি IP52 রেটিং সহ পেশ করা হয়েছে। যা এই ফোনটিকে জল এবং ধুলো থেকে রক্ষা করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here