খুব তাড়াতাড়ি রোলআউট হবে WhatsApp Secret Code Feature, জেনে নিন ডিটেইলস

Highlights

  • বিটা টেস্টিঙে দেখা গেছে WhatsApp Secret Code Feature।
  • সিক্রেট কোডের মাধ্যমে কোনো ডিভাইসের লক করা চ্যাট পড়া সহজ হয়ে যাবে।
  • এই ফিচার Lock Chat এর জন্য পেশ করা হবে।

WhatsApp প্রায়ই তাদের ইউজারদের জন্য নতুন নতুন ফিচার পেশ করে থাকে। কোম্পানি জানিয়েছে তাদের আপকামিং ফিচারের মাধ্যমে ইউজারদের সিকিউরিটি আগের থেকেও ভালো হবে এবং তাঁরা বেস্ট এক্সপেরিয়েন্স পাবে। একটি রিপোর্ট থেকে জানা গেছে এই ম্যাসেজিং অ্যাপ লক চাতের জন্য সিক্রেট কোড ফিচারে কাজ করছে। চলুন জেনে নেও যাক এই ফিচার কিভাবে ইউজারদের জন্য সুবিধার হবে এবং কবে এই ফিচার পেশ করা হবে। আরও পড়ুন: Samsung নিয়ে এসেছে দুটি নতুন ট্যাবলেট Galaxy Tab A9 এবং Tab A9+, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

WhatsApp এর ফিচার সম্পর্কে খবর প্রদানকারী ওয়েবসাইট WABetaInfo এই আপকামিং ফিচার সম্পর্কে জানিয়েছে। এর থেকে জানা গেছে WhatsApp লক চ্যাটের জন্য একটি নতুন ফিচার লঞ্চের পরিকল্পনা করছে। এর সাহায্যে ইউজাররা একটি Secret Code কনফিগার করতে পারবেন।

এই ফিচার ইউজারদের লক চ্যাটের জন্য একটি কাস্টম পাসওয়ার্ড সেট করার সুযোগ দেবে, যা চ্যাটের প্রাইভেসিকে ফোনের থেকে আলাদা করে আরও সিকিওর করে তোলে। অর্থাৎ অন্য কেউ ফোনের পাসওয়ার্ড জানলেও চ্যাট পড়তে পারবে না। এই সিক্রেট কোড ফিচার আপাতত অ্যাপের বিটা ভার্সনে টেস্টিং করা হচ্ছে। WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী এই বিটার ভার্সন নাম্বার 2.13.21.9। আরও প্রকটভাবে এই ফিচার এর আগের ভার্সনে দেখা গিয়েছিল। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: এই ট্যাবলেটগুলিতে পাওয়া যাচ্ছে দারুণ অফার

WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী WhatsApp শীঘ্রই এই চ্যাট লক ফিচার লঞ্চ করতে পারে। ব্লগে বলা হয়েছে এখনও এই ফিচারের টেস্টিং চলছে। এই ফিচার ইউজারদের জন্য যথেষ্ট সুবিধার হতে চলেছে। ফোনের মেইন পাসওয়ার্ডের থেকে আলাদা হওয়ার কারণে চ্যাট লকের ক্ষেত্রে আরও বেশি কন্ট্রোল এবং সিকিউরিটি পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here