WhatsApp আনতে চলেছে দারুণ ফিচার, তাড়াতাড়ি শনার বাইরে এখন থেকে পড়াও যাবে ভয়েস নোট ম্যাসেজ

Highlights

  • iOS প্ল্যাটফর্মে WhatsApp একটি নতুন ভয়েস ম্যাসেজ ফিচার টেস্টিং করছে।
  • এই ফিচার আইফোন ইউজারদের অটোমেটিক ট্রান্সক্রিপশনের মাধ্যমে পড়তে দেবে।
  • WhatsApp বর্তমানে তাদের এই ফিচারটি কিছু বাছাই করা বিটা টেস্টারদের জন্য জারি করেছে।

WhatsApp তাদের সমস্ত ইউজারদের সব ধরনের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে প্রায়ই নতুন নতুন ফিচার আপডেট করে থাকে। এবার খবর পাওয়া যাচ্ছে এই ম্যাসেজিং অ্যাপ তাদের iOS ইউজারদের জন্য ম্যাসেজ ট্রান্সক্রিপ্ট ফিচার (Voice Message Transcripts) পেশ করতে চলেছে। এই ফিচার নিজে থেকেই ভয়েস ম্যাসেজ ইংরেজিতে ট্রান্সক্রাইব করে দেবে যাতে ইউজাররা সেটি পড়তেও পারে। আপাতত এই ফিচার কিছু iOS বিটা টেস্টারদের জন্য জারি করা হয়েছে। আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টে‌ড হল Realme 11 Pro+ 5G স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Dimensity 7050 প্রসেসরসহ আর‌ও দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন

কিভাবে কাজ করবে ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার?

নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফিচার ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রাইব করে এবং ভয়েস ম্যাসেজ বক্সেই টেক্সট দেখায়। ওপরের ছবিতে দেখতে পারবেন ইউজাররা তাদের সুবিধা অনুযায়ী ইংরেজি ভাষার বিভিন্ন স্থানীয় ভার্সন সিলেক্ট করার অপশন পাবেন। এখানে ইংরেজির অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা এবং ইউএস ছাড়া ইন্ডিয়া ভার্সনও রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে পরে সার্চ করার জন্যও ট্রান্সক্রিপশন থেকে যায়।

কবে রোলআউট হবে এই ফিচার?

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারটি সাধারণ মানুষের জন্য পেশ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ফিচার ব্যাবহার করার জন্য TestFlight অ্যাপে iOS 23.9.0.70 এর জন্য WhatsApp বিটা আপডেট করার প্রয়োজন হবে। তবে বর্তমানে সমস্ত বিটা টেস্টারদের কাছে এর অ্যাক্সেস নাও থাকতে পারে। এই ফিচারটি স্পট করেছে WABetaInfo এবং তাঁরা জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত টেস্টারদের জন্য এই ফিচার রোলআউট করে দেওয়া হবে। আরও পড়ুন: চীনে লঞ্চ হল অসাধারণ স্মার্টফোন Redmi Note 12R Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

জানিয়ে রাখি ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপ্ট ফিচার ডিফল্ট অন থাকে। কিন্তু যদি কেউ এই ফিচার ব্যাবহার করতে না চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটিংস> চ্যাট> ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন-এ গিয়ে এতি ডিসেব্ল করতে পারবেন। আগেই বলা হয়েছে, এখনই এই ফিচার সবাই ব্যাবহার করতে পারবেন না। আপাতত কোম্পানির সিলেক্টেড বিটা টেস্টাররাই এটি টেস্ট করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here