WhatsApp এ ইউজার্সরা খুব শীঘ্রই পাবে এই দুটি নতুন ফিচার, আগের থেকে মজার হবে চ‍্যাটিং

WhatsApp এ ইউজার্সরা খুব শীঘ্রই নতুন ফিচার দেখতে পাবে। হোয়াটস‌অ্যাপের এই লেটেস্ট ফিচার Whatsapp Beta তে স্পট করা গেছে। ফেসবুকের মালিকানা ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‍অ্যাপ এ কোম্পানি ভয়েস নোট ওয়েবফর্ম অ্যাড করেছে। হোয়াটস‌অ্যাপের আপডেটে নজর রাখা ব্লগ WaBetaInfo এই নতুন ফিচারের স্ক্রিনশট শেয়ার করেছে। এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে ভয়েস ম‍্যাসেজে এখন ইউজার্সরা সোজা লাইনের বদলে ওয়েবফর্ম দেখতে পাবে।

হোয়াটস‌অ্যাপের এই ফিচার আপাতত অ্যান্ড্রয়েডে‌র Whatsapp Beta ভার্সন 2.21.13.17 এ উপলব্ধ। রিপোর্ট অনুযায়ী ডার্কমোডে ভয়সনোটের এই ওয়েবফর্ম ঠিক করে দেখা যায় না, যার ফলে ইউজার্সদের একটি সঠিক পয়েন্টে প্লে বা পজ করতে অসুবিধা হয়। এর সাথেই ভয়েস ম‍্যাসেজের নেভিগেশনেও অসুবিধা হচ্ছে। হোয়াটস‌অ্যাপের এই ফিচার আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল‍্যাটফর্মে‌র বিটা ইউজার্সদের জন্য উপলব্ধ। হোয়াটস‍অ্যাপ খুব শীঘ্রই এই ফিচারে আসা ইস‍্যু ফিক্স হলে iOS ইউজার্সদের জন‍্যেও এই ফিচার পেশ করবে।

স্টিকার প‍্যাক শেয়ার করতে পারবে ইউজার্সরা

লেটেস্ট WhatsApp বিটা আপডেটে আরো একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে। এই ফিচারে ইউজার্সরা ইন-অ্যাপ স্টিকার প‍্যাক নিজের ফ্রেন্ডস আর ফ‍্যামিলি মেম্বারদের সেন্ড করতে পারবে। বলে দিই যে হোয়াটস‌অ্যাপের এই ফিচার iOS প্ল‍্যাটফর্মে থাকা হোয়াটস‍অ্যাপে আগে থেকেই আছে। যদি আপনিও হোয়াটস‌অ্যাপের এই বিটা ভার্সন ইউজ করেন তাহলে এই ফিচার টেস্ট করার জন‍্য আপনাকে WhatsApp Sticker Store ওপেন করতে হবে আর স্টিকার প‍্যাক সিলেক্ট করতে হবে। ম‍্যাসেজিং অ্যাপে স্টিকার স্টোর ইমোজি সেক্শানে দেখা যাবে।

স্টিকার প‍্যাক কিভাবে করবেন ফরোয়ার্ড

এই স্টোরে আপনি ফরোয়ার্ড বাটন দেখতে পাবেন। এই বাটন স্টিকার প‍্যাকের ঠিক উপরেই দেওয়া আছে। যদি আপনি হোয়াটস‌অ্যাপে এই ফিচার দেখতে পাচ্ছেন তাহলে এই ফিচার আপনার হোয়াটস‌অ্যাপে উপলব্ধ। যেই আপনি ফরোয়ার্ড বাটনে ক্লিক করবেন তখন কন্ট‍্যাক্ট সিলেক্ট করার অপশন চলে আসবে।

এর সাথেই WhatsApp বিগত দিনে অডিও ফাইলসের জন্য দুটি নতুন প্লেব্যাক স্পিড অ্যাড করেছে। সেগুলি‌র সাহায্যে অডিও ফাইলের স্পিড কন্ট্রোল করতে পারবেন। এতে 1X নর্মাল স্পিড, 1.5X আর 2X স্পিডে‌র অপশন পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here