মাত্র 3,999 টাকা দামে লঞ্চ হল বিশ্বের সবচেয়ে সস্তা টিভি, ইন্ডিয়ান কোম্পানি করল কিস্তিমাত

গত বছর ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2017 এর মঞ্চে টেক কোম্পানি ডিটেল পৃথিবীর সবচেয়ে সস্তা ফোন ডি1 ফিচার ফোন মাত্র 299 টাকা দামে লঞ্চ করেছিল, যা ভারতসহ সমগ্র বিশ্বের টেক কোম্পানিগুলিকে চমকে দিয়েছিল। এই কোম্পানিই আজ আবার এক নতুন কির্তী স্থাপন করেছে। মোবাইল বাজারে নাম কামানোর পর ডিটেল আজ ইন্ডিয়ান টেলিভিশন বাজারে বড় দান খেলেছে। ডিটেল আজ বিশ্বের সবচেয়ে সস্তা টেলিভিশন ভারতে লঞ্চ করে দিয়েছে এবং এই টিভির দাম মাত্র 3,999 টাকা।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস এ থাকবে 6.39 ইঞ্চির সবথেকে আলাদা ধরনের ইনফিনিটি “ও” ডিসপ্লে, স্পেশিফিকেশন এর হল উন্মোচন

ডিটেল তাদের 19 ইঞ্চির ডি1 টিভি লঞ্চ করেছে। এই টিভিটিকে কোম্পানি বিশ্বের সবচেয়ে সস্তা টিভি বলেছে। ডিটেলের লঞ্চ করা এই টিভির দাম মাত্র 3,999 টাকা রাখা হয়েছে। শুনতে অবাক লাগলেও ডিটেলের এই ফোনের দাম একটি ফোনের থেকেও সস্তা। ডিটেল তাদের এই টিভি “হর ঘর টিভি’ উদ্যোগ নিয়ে লঞ্চ করেছে। এই টিভি লঞ্চের পেছনে কোম্পানির মূল উদ্দেশ্য দেশের গ্ৰাম‍্য ও পিছিয়ে পড়া এলাকায় টিভির সুবিধা পৌঁছে দেওয়া।

পৃথিবীর সবচেয়ে সস্তা টেলিভিশনে 19 ইঞ্চি অর্থাৎ 48.3 সেন্টিমিটারের এলসিডি এইচডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1366 × 768 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই টিভিতে এ প্লাস গ্ৰেড প‍্যানেল দেওয়া হয়েছে যা টিভির পিকচার কোয়ালিটি আরও ভালো করে। এই টিভির ব্রাইটনেস 200 এন‌আইটিএস ও কন্ট্রাস্ট রেশিও 3,00,000:1। ডিটেল তাদের এই টিভিতে কানেক্টিভিটির জন্য একটি এইচডিএম‌আই ও একটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হল হুয়াইয়ের মেট সিরিজের নতুন ফোন, 8 জিবি র‍্যামের এই ফোনের স্পেসিফিকেশন শুনলে অবাক হতে হয়

ডিটেল টিভির ডিসপ্লের চারদিকে বেজল দেওয়া হয়েছে যা এর স্ক্রিনকে সুরক্ষিত রাখে। দুদিকের সাইড প‍্যানেলে দুটি স্পীকার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে 12 ওয়াটের স্পীকার দেওয়া হয়েছে যা স্মুথ ও পরিস্কার অডিও কোয়ালিটির প্রতিশ্রুতি দেয়। ডিটেল তাদের এই টিভির দাম 3,999 টাকা রেখেছে এবং এই 19 ইঞ্চির টিভি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বি2বি আড্ডা ডট কম থেকে সেল করা হবে। কোম্পানি টিভি কেনার পর 1 বছরের অনসাইট ওয়ারেন্টি দিচ্ছে।

পৃথিবীর সবচেয়ে সস্তা টিভি সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here