মাত্র 17 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Xiaomi স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করল 100W চার্জিং টেকনোলজি

একটা সময় ছিল যখন হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন কেনার জন্য মোটা অঙ্কের দাম দিতে হত। কিন্তু বর্তমানে ক্রমাগত উন্নতিশীল টেকনোলজি শক্তিশালী স্পেসিফিকেশনকে মিড বাজেট ক‍্যাটাগরিতে নামিয়ে এনেছে। আগে বড় ব‍্যাটারীওয়ালা ফোনের ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি অপশন‌ই থাকত। কিন্তু বর্তমানে 10,000 টাকারও কম রেঞ্জে 5,000 এম‌এএইচ পর্যন্ত ব‍্যাটারীওয়ালা স্মার্টফোন পাওয়া যায়। প্রায় সব ফোনেই আজকাল বড় ব‍্যাটারী পাওয়া যায়, কিন্তু এই বড় ব‍্যাটারী চার্জ করা একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কম সময়ের মধ্যে দ্রুত চার্জ করার জন্য বেশ কিছু কোম্পানি ফাস্ট চার্জিং টেকনোলজির আবিষ্কার করেছে, এবার এইসব কোম্পানির লিস্টে Xiaomi ও জুড়ে গেছে। Xiaomi এমন টেকনোলজি পেশ করেছে যা মাত্র 17 মিনিটের মধ্যে 4,000 এম‌এএইচের ব‍্যাটারীওয়ালা স্মার্টফোন ফুল চার্জ হয়ে যাবে।

আরও পড়ুন : 4,000 টাকা সস্তা হল Honor 20i, এখন মাত্র 10,999 টাকা দামে পাওয়া যাবে এই অসাধারণ ট্রিপল ক‍্যামেরা ফোন

100W Super Charge

Xiaomi তাদের নতুন ফাস্ট চার্জিং টেকনোলজি 100W Super Charge Turbo Charging Technology হিসেবে পেশ করেছে। প্রসঙ্গত কিছু দিন আগে চীনের টেক কোম্পানি Vivo এর পক্ষ থেকে 120W Super Flash Fast Charging Technology পেশ করেছিল এবং এবার Xiaomi এর চার্জিং টেকনোলজি Vivo এর চার্জিং টেকনোলজিকে টেক্কা দিতে চলেছে। Xiaomi এর এই টেকনোলজি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে করা হবে।

17 মিনিটেই ফুল চার্জ

100W Super Charge Turbo Charging Technology পেশ করে Xiaomi জানিয়েছে এই টেকনোলজির সাহায্যে 4,000 এম‌এএইচের ব‍্যাটারীওয়ালা স্মার্টফোন মাত্র 17 মিনিটে ফুল চার্জ করা যাবে। তবে Vivo এর 120W Super Flash Fast Charging Technology কয়েক ধাপ এগিয়ে রয়েছে বলা যেতে পারে। এই টেকনোলজি একটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন মাত্র 13 মিনিটে ফুল চার্জ করতে পারে।

আরও পড়ুন : Nokia 2.2 এর দাম কমল 1,000 টাকা, এখন মাত্র 5,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

ফোন লঞ্চ হবে আগামী বছর

Xiaomi টেক জগতে 100W Super Charge Turbo Charging Technology পেশ করলেও এখনও পর্যন্ত জানায়নি যে কোন ক‍্যাটাগরিতে এবং কোন বাজেট রেঞ্জে এই টেকনোলজি দেওয়া হবে। কিন্তু রিপোর্ট থেকে জানা গেছে এই টেকনিকযুক্ত স্মার্টফোন Xiaomi আগামী বছর অর্থাৎ 2020 সালের শুরুতে অথবা মাঝামাঝি সময়ে টেক মঞ্চে পেশ করে দেবে।

অন‍্যদিকে Vivo 120W Super Flash Fast Charging Technology একটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীওয়ালা স্মার্টফোন 0 শতাংশ থেকে 50 শতাংশ চার্জ করতে মাত্র 5 মিনিট সময় নেয়। এই নতুন Super Flash Fast Charging Technology চার্জ পাম্প টেকনিকের সাহায্যে 120W (20V/6A) পর্যন্ত স্পীডে ফোন চার্জ করতে পারে। এই টেকনিক কোম্পানির নিজস্ব অ্যাডপ্টার এবং ইউএসবি টাইপ সি কেবলের সঙ্গে কাজ করে। অন‍্যদিকে ব‍্যাটারী ম‍্যানেজমেন্ট সিস্টেম (BMS) চার্জের সময় বৈদ্যুতিক ভোল্ট কন্ট্রোল করে ব‍্যালেন্স করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here