চীনে লঞ্চ হল Snapdragon 8 Gen 3 চিপসেট সহ প্রথম স্মার্টফোন Xiaomi 14, জেনে নিন দাম

Highlights

  • চীনে পেশ করা হয়েছে Xiaomi 14 Series।
  • সিরিজে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট যোগ করা হয়েছে।

চীনে গতকাল Xiaomi 14 Series পেশ করা হয়েছে। এই সিরিজে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। দুর্দান্ত স্পেসিফিকেশন সহ এই ফোন Snapdragon 8 Gen 3 চিপসেটে রান করে। এই ফোনটি এই লেটেস্ট চিপসেট সহ প্রথম স্মার্টফোনের স্থান দলহ্ল করে নিয়েছে। এই পোস্টে Xiaomi 14 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Amazon Extra Happiness Days sale: দেখে নিন কোন কোন ল্যাপটপে পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো ডিল

Xiaomi 14 এর দাম

  • চীনের বাজারে Xiaomi 14 ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 8GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,000 টাকা।
  • এই ফোনের 12GB RAM + 256GB মডেলটি 4299 ইউয়ান অর্থাৎ প্রায় 49,000 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ফোনটির মিড মডেল 16GB RAM + 512GB স্টোরেজ সহ 4599 ইউয়ান অর্থাৎ প্রায় 52,000 টাকা দামে সেল করা হবে।
  • এই ফোনের টপ মডেলে 16GB RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 4999 ইউয়ান অর্থাৎ প্রায় 57,000 টাকা।

Xiaomi 14 এর স্পেসিফিকেশন

  • 6.36-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট
  • 16GB RAM +1TB স্টোরেজ
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ
  • 4,600mAh ব্যাটারি
  • 90W ফাস্ট চার্জিং
  • হাইপার ওএস

ডিসপ্লে: ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 ফোনে 6.36-ইঞ্চি C8 1.5K OLED 12-বিট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 3,000 নিটস পীক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি সম্প্রতি লঞ্চ করা এবং এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 তে রান করে। এই চিপসেট 4 ন্যানোমিটার ফেব্রিকেশন কাজ করে। এতে 1x 3.3GHz প্রাইম কোর, 2x 2.3GHz এফিসিয়েন্সি কোর এবং 5x 3.2GHz পারফরমেন্স কোর রয়েছে।

স্টোরেজ: Xiaomi 14 ফোনটিতে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Xiaomi 14 ফোনে OIS ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা লেন্স, 50MP JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP OV32B ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Xiaomi 14 ফোনটিতে 4,610mAh ব্যাটারির সঙ্গে 90W ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং হাইপার ওএসে কাজ করে।

অন্যান্য: এই ফোনে ইউএসবি 3.2 জেনারেল 1 পোর্ট, IP68 রেটিং, ওয়াইফাই 7, এনএফসি, ব্লুটুথ 5.4, হ্যাপ্টিক্স ESA0809 এর জন্য X-axis লীনিয়ার মোটর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here