শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে Xiaomi 14 Ultra, ইইসি সাইটে তালিকাভুক্ত এই ফোন

Highlights

  • 2024 সালে পেশ করা হতে পারে Xiaomi 14 Ultra।
  • এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি শাওমি তাদের হোম মার্কেট চীনে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro নামের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এবার এই সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল Xiaomi 14 Ultra লঞ্চ করা হতে পারে। সার্টিফিকেশন সাইট EEC তে এই ফোন দেখা গেছে। আরও জানা গেছে এই ফোন আগামী বছর অর্থাৎ 2024 সালে গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে OPPO A2 5G ফোন, চায়না টেলিকমে তালিকাভুক্ত হল এই ফোন

Xiaomi 14 Ultra এর EEC লিস্টিং

  • EEC অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক কমিশন ওয়েবসাইটে Xiaomi এর একটি নতুন ডিভাইস দেখা গেছে।
  • লিস্টিঙে এই ফোনটি 24030PN60G মডেল নাম্বার সহ দেখা গেছে, IMEI ডেটাবেসেও এই ফোনটি আগে দেখা গেছে। এর থেকে বোঝা যাচ্ছে এই নতুন ফোনটি Xiaomi 14 Ultra হতে চলেছে।
  • ব্র্যান্ড দুটি আলাদা মডেল নাম্বার 24030PN60C এবং 24030PN60G রেজিস্টার করেছে। এর মধ্যে C ও G যথাক্রমে চীন এবং গ্লোবাল মডেলের ইঙ্গিত।
  • মডেল নাম্বারে 24 ও 03 লেখা রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে এই ফোন 2024 সালের মার্চ মাসে লঞ্চ করা হবে।

Xiaomi 14 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Xiaomi 14 Ultra ফোনে 6.7 ইঞ্চি এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2024 রেজলিউশম এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে সবচেয়ে শক্তিশালী এবং সম্প্রতি লঞ্চ করা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত RAM + 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হিসাবে এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং Sony LYT900 সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 Ultra ফোনে 5000mAh ব্যাটারির সঙ্গে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হবে।
  • অন্যান্য: এই ফোনে IP68 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ব্লুটুথ এবং ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার থাকতে পারে।
  • ওএস: আপকামিং Xiaomi 14 Ultra ফোনটি হাইপার ওএস এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here