আগামী 29 অক্টোবর শাওমি তাদের ফ্ল্যগশিপ 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন পেশ করা হবে। লঞ্চের আগেই অফিসিয়ালি ফোনগুলির ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে পেশ করা ছবিতে আপকামিং ফোনগুলির ন্যারো এবং চারদিকে সমান বেজাল সহ দেখা গেছে। এর ফলে একটি অন্যরকম লুক দেখা যাচ্ছে। একইসঙ্গে ফোনগুলির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Xiaomi 15 সিরিজের ডিজাইন
- Xiaomi 15 সিরিজে স্লিক, প্রিমিয়াম ডিজাইন দেখা যাবে। এই দুটি মডেল হাল্কা এবং অত্যন্ত পাতলা হতে চলেছে।
- Xiaomi 15 Pro স্মার্টফোনের প্রোটেকশনের জন্য Xiaomi Longjing Glass 2.0 দেওয়া হয়েছে।
- Xiaomi 15 সিরিজ এভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ক্রেটার লেন্স ডিজাইন দেওয়া হয়েছে। এর ফলে এতে স্টাইলিশ এবং শক্তিশালী ফ্রেম রয়েছে।
- প্রো মডেলে একটি সিরামিক লেন্স ডেকো রয়েছে, এর ফলে অতিরিক্ত পলিস ডিজাইন দেখা যাবে।
- Xiaomi 15 Pro স্মার্টফোনের ওজন 213 গ্রাম এবং এর থিকনেস 8.35 মিমি রয়েছে।
- ফোনটির ব্যাক প্যানেলে কিছুটা প্রজেকশন সহ চারকোণা রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে এবং এর উপরের বাঁদিকের কোণটি গোলাকার দেওয়া হয়েছে।
- ক্যামেরা মডিউলের ভিতরে চারটি গোলাকার কাটআউট রয়েছে এবং এর মধ্যে তিনটিতে ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে Leica ব্র্যান্ডিং দেখা যাচ্ছে।
Xiaomi 15 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Xiaomi 15 সিরিজে 120Hz রিফ্রেশ রেট সহ 6.36-ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।। তবে Pro মডেলে 120Hz রিফ্রেশ রেট এবং 6.78 ইঞ্চির বড়ো ডিসপ্লে এবং ডলবি ভিশন এর মতো ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে Xiaomi 15 সিরিজে কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর।
- ক্যামেরা: লিক অনুযায়ী Leica এর সঙ্গে তাদের যুগলবন্ধীর ধারা বজায় রেখে Xiaomi 15 সিরিজে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Pro মডেলে 50MP প্রাইমারি, 5x অপ্টিক্যাল জুম টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 15 সিরিজে 90W ওয়্যার চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে Pro মডেলে 120W ফাস্ট চার্জিং ও 90W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি থাকতে পারে।
- ওএস: Xiaomi 15 সিরিজ অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2.0 সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।