এক্সক্লুসিভ : 15,000 টাকা বাজেটে ভিভো লঞ্চ করবে ওয়াই95, এতে থাকবে হ‍্যালো নচ স্ক্রিন

মে মাসে ভিভো ভারতীয় বাজারে ওয়াই83 মডেল পেশ করে এবং এরই সঙ্গে কোম্পানি কম রেঞ্জে নচ ডিসপ্লের সূচনা করে। এরপর এই ফোনটির আপগ্ৰেডেড মডেল ওয়াই83 প্রো লঞ্চ করা হয় এবং এর তথ্য 91মোবাইলস আগেই শেয়ার করেছে। এখন আরও একবার 91মোবাইলসের হাতে ভিভোর নতুন ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আছে। ভিভো খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে ওয়াই83 প্রোর আপগ্ৰেডেড ভার্সন ওয়াই95 পেশ করতে চলেছে। শোনা যাচ্ছে ফোনটি দীপাবলির আগেই এদেশে চলে আসবে।

91মোবাইলসের কাছে রিটেইল স্টোরের দেওয়া তথ্য অনুযায়ী ভিভো খুব তাড়াতাড়ি ওয়াই95 লঞ্চ করবে এবং এই ফোনটি রিটেইল স্টোরে পাওয়া যাবে। কোম্পানি কিছু দিনের মধ্যেই ফোনটি লঞ্চ করতে চলেছে। যতদূর শোনা যাচ্ছে ফোনটি 15,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা না গেলেও যেহেতু এটি ওয়াই83 প্রোর আপগ্ৰেডেড ভার্সন তাই আশা করাই যায় এতে নচের সঙ্গে বড় স্ক্রিন দেখা যাবে। সবচেয়ে বড় কথা কোম্পানি এই ফোনটির হাত ধরে কম রেঞ্জে হ‍্যালো নচের প্রচলন করতে পারে।

ভিভো ওয়াই83 প্রোর স্পেসিফিকেশন হল ফোনটি 6.22 ইঞ্চির 2.0 ফুল ভিউ স্ক্রিনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে যার ব‍্যবহার ভিডিও কল ও কনফারেন্সের জন‍্য‌ও করা যাবে।

ভিভো ওয়াই83 প্রোতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মেমরি কার্ড স্লট আছে এবং এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে এবং এতে ফনটাচ ওএস আছে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,260 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here