আগামী মাসে আসতে চলেছে Xiaomi 15 Ultra স্মার্টফোন, কনফার্ম করল কোম্পানির হেড

Xiaomi তাদের নেক্সট ফ্ল্যাগশিপ Xiaomi 15 Ultra ফোনটির উপর কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। আপকামিং ফোনটি আগের Xiaomi 14 Ultra মডেলের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। এটি গত বছর ফেব্রুয়ারি মাসে চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানির প্রেসিডেন্ট এবং স্মার্টফোন ডিভিশনের জেনারেল ম্যানেজার লু উইবিং জানিয়েছেন আগামী মাসে 15 Ultra ফোনটি লঞ্চ করা হবে।

আগামী মাসে লঞ্চ হবে Xiaomi 15 Ultra ফোনটি

  • TikTok নেটিজেন্সের প্রশ্নের উত্তর দিতে গিয়ে লু উইবিং জানিয়েছেন আগামী মাসে Xiaomi 15 Ultra ফোনটি লঞ্চ করা হবে।
  • এটি চীনের স্প্রিং ফেস্টিবেলের ঠিক পরেই হবে, যা 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত পালন করা হয়।
  • স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়ার পরেই, গ্লোবাল বাজারেও সেল শুরু হবে।
  • শাওমির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
  • MWC এর বার্সিলোনা থেকে Xiaomi 15 Ultra ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি এই বছর 3 মার্চ শুরু হতে চলেছে।
  • গত বছর Xiaomi 14 Ultra ফোনটির ক্ষেত্রেও একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। কারণ এটি প্রথমে চীনে লঞ্চ করা হয়েছিল এবং কিছু দিন পরে গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল।
  • তাই আগামী সপ্তাহের মধ্যে কোম্পানির পক্ষ থেকে টিজার জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

লিক এবং গুঁজবের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Xiaomi 15 Ultra ফোনটিতে গোলাকার মডিউলের ভিতরে একটি নতুন ডিজাইন দেওয়া হতে পারে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফোনটি স্যাটেলাইট কানেক্টিভিটি সহ পেশ করা হবে। এটি eSIM কানেক্টিভিটি সহ অত্যন্ত পাতলা Xiaomi Ultra ফোন হবে বলে আশা করা হচ্ছে।

আগেই BIS সার্টিফিকেশন সাইটে Xiaomi 15 Ultra ফোনটি লিস্টেড হয়েছিল, তাই শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আগের মডেল 14 Ultra ফোনটি মার্চ মাসে ভারতে 99,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here